The Wedding of Khatun e Jannat Pak and Mawla e Qaenaat Pak /খাতুনে জান্নাত পাক ও মওলা এ কায়েনাত পাকের শাদী মোবারক*

                   بسم الله الرحمن الرحيم

*This wedding took place on the Order of Allah :- *

تعالى ووحيه ولها و تزوجت فاطمة بعلي ابن أبي طالب كرم الله وجهه الكريم في السنة الثانية بأمر الله سبحانه خمس عشرة سنة خمسة أشهر بنصف ولعلى إحدى و عشرون سنة و خمسة أشهر

Meaning : The blessed wedding of Syeda Fatematuz Zahra (AS) with His Holiness Ali, Karamallah Wajhul Karim (May Allah exalt his face) took place in 2nd Hijri on the order of Allah. The blessed age of His Holiness Fatematuz Zohra t that time was 15 years 5 months and 15 days and Master Ali’s (AS) blessed age was 21 years 5 months.
[1. Ibne Hajar Makki : As Sohaikul Muhrika, Pg.- 173
 2. Abdul Haq Muhaddise Dehlavi : Mawahibe Ladunniya, Pg.- 146]

The Leader of Prophets (pbuh) came to Her Excellency Syeda Fatematuz Zahra (AS) and said, “Oh my daughter, Ali (AS) has brought the message of your marriage and Allah Most High has the same wish, and Alllah’s Prophet also likes the matter ; now, expound your own wish so that the good news may be conveyed to Ali (AS)”.

Her Excellency hearing these words lowered her head in abashment and stood silently in front of her venerable father. The Leader of Prophets (pbuh), knowing his daughter’s silence as her approval, came outside and said to Ali (pbuh), “ Oh Ali, congratulations to your that you are going to become my son-in-law.” Afterwards, he said to Ali, “Oh Ali, it is essential that you have your horse with you, and your sword – it is your ornament, so keep your sword and your horse beside you. There is an iron shield. You can make do without it ; so sell it and make the arrangements for marriage.” Master Ali (AS) delighted at hearing the speech of the Leader of Prophets (pbuh) sold his iron shield for 480 Dirhams and presented it to the Lord of the Two Worlds (pbuh). Giving a few Dirhams from that to His Excellency Bilal (RA), he said, “ Go to the market and buy some perfumes and sweets with it.”

*The Blessed Wedding of Her Excellency Zahra in the Heavens:-*
When Belal returned purchasing the sweets etc., the Holy Prophet (pbuh) said to him again, “Go and call the honorable companions.” The companions of the Holy Prophet (pbuh) assembled in the Mosque of the Holy Prophet (pbuh), when the Prophet of Allah (pbuh) addressing all, said, “The angel of Allah named ‘Wastael’ came to me . And he said, ‘Oh, the Prophet of Allah (pbuh), I am one among the angels who carry the Throne. I have earned the good fortune of being able to carry news from my Lord.’ Afterwards, he gave me the news that ‘Khuda Wand Quddus’ (Divine Lord, Most Holy) has solemnized the wedding of my daughter Fatima (AS) with my brother Ali (AS) in the heavens. And I have come to the first world with this news. And during the time that that angel was present in front of me, Jibrael (AS) also appeared. He passed on the message of peace from Allah, Most Holy, and gave me the good news that, ‘Allah, Most High has solemnized the holy matrimony of Ali (AS) and Fatima (AS) in heaven in the presence of forty thousand angels. The marriage sermon was read by Adam (AS). And I was shown a piece of silken cloth from heaven where the marriage deed was written with light in two lines.’ ”

*Her Excellency, Zahra’s (AS) dowry from Allah, Most High in heaven :-* After this Jibrael (AS) narrated to me that, ‘Allah, Blessed and Exalted Be He, has given to Her Excellency Syeda Fatematuz Zahra (AS) on behalf of yourself (as dowry) all parts of ‘Jannatul Ferdous’. And, on behalf of His Excellency Ali (AS), as dowry he has given one fifth of the world. (And it is narrated in ‘Mawaddatul Qurba Fi Fazaele Aale Aaba’ that, Allah, Most High has given the entire world to the Lady of Heaven as dowry.) Therefore those who have enmity to Ali and Fatema (ASs) it is forbidden for them to roam on this earth.  Thereafter, Allah, Most High, commanded Ridwan, the guardian of Heaven, and he, as per the number of the lovers of the ‘Ahle Bayet’ (Family of the Household) shook leaves and those leaves were in the form of decrees. With every decree was attached one irradiant angel. And on the day that the Day of Judgment will arrive, those angels will disperse among the gathered men and will distribute these among the lovers of the ‘Ahle Bayet’ on which shall be written the edict of redemption from hell. And there shall be none from among the lovers of the ‘Ahle Bayet’ who shall not receive this edict. And in heaven is being celebrated the marriage of Her Excellency Syeda (AS). Heaven has been decorated like a newly wedded bride. The angels too are greeting each other with blessings.’ ”     

Our Master and Lord, Mawla Pak of Mednipore, Syedena wa Murshidena wa Maulana His Holiness Syed Shah Ali Abdul Quader Shamsul Quaderi Al Maruf be Syed Shah Murshid Ali Al Quaderi Al Hasani Al Husaini Al Baghdadi (AS), whose ‘Urs’ is observed every year on 4th Falgun in the Jora Masjid in Midnapore and the Dayera Pak has narrated in his most precious book “Dewane Hazrat Jamal” –

‘Arshe par bandha Khuda ne Aapka aqde nikah,
Kaisa shaohar Shahe Mardan wah wah Khairun Nessa.’

The honored Companions were respectfully listening to the Holy Prophet (pbuh) in the Masjide Nabavi. Thereafter, he (pbuh) said to the Companions, “Allah, Most High has ordered me to also solemnize the wedding of my daughter Fatema (AS) with Ali (AS) in this world also.”

The Holy Prophet (pbuh) took the permission from his daughter for her marriage to Ali Ibne Abi Taleb in exchange for a dowry of 400 ‘miskal’ (1 miskal about 4.25 gm in today’s measure) of silver. Thereafter, he said to His Holiness Ali (AS) with a smile, “Allah, Most High has ordered me that I marry my daughter to you in exchange for a dowry of 400 ‘miskal’ of silver. Do you accept this ?” Mawla Ali (AS) said respectfully, “Oh, the Prophet of Allah (pbuh), I accept.” Thereafter, the Holy Prophet (pbuh)  read the sermon of marriage.

As soon as the Honorable Prophet (pbuh) finished reciting the sermon, the Companions, one by one, felicitated Mawla Ali (AS) and extended gifts to him. Thereafter, sweets were distributed to all. This is the way that the wedding of the daughter of the Prophet (pbuh) with the ‘Wali’ (friend) of Allah, the heir of Mustafa, Ali (AS) was solemnized.
[1. Nujhhatul Majalis, Vol:2, Pg.: 225-226
2. Maarijun Nabuwat, Section: 4, Babe Sum, Pg.: 33
3. As Sowaekul Muhrika, Pg.: 71
4. Mawaddatul Qurba]

*The send-off and the ‘Waleema’ Invitation of His Holiness Syeda (AS):-* His Excellency, the Holy Prophet (pbuh) asked Her Excellency Umme Ayman, “You go and bring His Holinesss Ali (AS).” Her Excellency Umme Ayman went out cheerfully to bring His Holiness Ali (AS) with her. And on the other side the Holy Prophet (pbuh) addressed the Mothers of the Faithful saying, “Today, Her Holiness Fatema (AS) shall be sent to the house of His Holiness Ali (AS) ; prepare all her parting things for this.”

With whatever remained from the sale of the shield of ‘Haider e Karrar’, after buying the perfumes and sweets, he (AS) arranged a quite modest ‘Waleema’. And it has been narrated in ‘Tabakate Ibne Saad’ and other biographic books as that His Excellency Saad Ibne Abi Waqqas (RA) brought a sheep for the ‘Waleema’ of Mawla e Kayanat. Other ‘Ansar’ and ‘Muhajir’ Companions also brought various things. All food items were served in plenty. All the honoured Companions were invited and fed. One Companion said, “The food that was served in this invitation was extremely delectable. When the honoured Companions left after consuming the food, the Holy Prophet (pbuh) called the Mothers of the Faithful to eat. After they had consumed their food, he (pbuh) filled an earthen plate with food and gave it to his wives saying, “This food is the share of Ali (AS) and my daughter Fatema (AS).”

After everyone had consumed the food, the Holy Prophet (pbuh) called His Holiness Ali (AS) and Syeda Zahra (AS) to him. Kissing his daughter on the forehead and pressing her head to his bosom he consoled her with words of kindness and affection. Afterwards, taking a cup of water (and invoking a prayer on it) he sprinkled some of that water on the blessed chests of Mawla Ali (AS) and Her Holiness Fatema (AS) and made them drink the rest of it. After drinking it, when Mawla Ali (AS) took his leave and went outside, the Lady of Heaven took a few morsels from the food remaining.

The Leader of the Prophets (pbuh) sat with his holy daughter for a long time and spoke to her kindly and with affectionate words. On the day, the Leader of the Messengers (pbuh) was extremely happy and the Mothers of the Faithful were also extremely happy. At night time, young girls of Madina Munawwara gathered around Syeda (AS) and celebrated their happiness.

*The Dowry on behalf of the Prophet of Allah (pbuh) :-*
Meanwhile, the Mothers of the Faithful have prepared all the parting items. The various items that the Leader of the Prophets (pbuh) gave to his daughter as dowry which have been mentioned in various biographies and historical books are as follows :
1. One shawl, 2. One grinding-stone, 3. A bed of white cloth, 4. Two earthen jars, 5. One mat made of date leaves, 6. Four glasses, 7. One ‘bodna’ (pitcher), 8. One ‘jora’ cloth (type of clothing), 9. One expensive dress, 10. Two silver armlets, 11. Two thick pillows made of cloth.

Aside from these, he (pbuh) also gave some Suras of the Quran written on leather as dowry.

*Departure of Mawla Pak towards home :- *
It is narrated by Khatibe Baghdadi in his ‘Tarikhe Baghdad’, and Allama Abdur Rahman As Safuri in his ‘Nuzhhatul Majlish’ that at the time of the send-off of ‘Makhduma e Kayenat (Waited Upon by Creation) Syeda Fatematuz Zahra Al Batul binte Rasul (pbuh)(AS), the Honoured Prophet (pbuh) asked the womenfolk of the family of Abdul Muttalib (AS), the wives of the Prophet (pbuh), the womenfolk of the ‘Muhajeers’, and the ‘Ansars’, “Accompany my daughter reciting ‘takbir’, ‘tahmid’, ‘tasbih’ and ‘tahlil’.”

And, the Leader of the Prophets (pbuh) himself accompanied the entourage. This is a strange and beautiful vision. The Leader of All Prophets (pbuh) is walking side by side with the palanquin of the Leader of All Womenfolk (AS). On the way, the Prophet of Allah (pbuh) heard the voice of Jibrael (AS). Then, he saw, on one side, Jibrael (AS) coming along, accompanied by 70 thousand angels reciting the ‘tadbir’, and on another side, Mikael (AS) coming along with 70 thousand angels reciting the ‘tadbir’. The Prophet of Allah (pbuh) asked, “Oh Jibreal (AS) why did you come ?”. Jibreal (AS) answered, “Oh, Master ! I have come to deliver your daughter’s palanquin to the home of His Holiness Ali (AS).” 
[ Nuzhhatul Majlis, Vol: 2, Pg.: 226]

Praise be to Allah ! This is the station of the daughter of the Prophet (pbuh) !

*Alhajj Maulana Muhammad Waliullah Quaderi”
Translated into English by : Syed Mujtaba Quader

*এই শাদী মোবারক আল্লাহ্ তায়ালার নির্দেশে হয়েছে :-*

تعالى ووحيه ولها و تزوجت فاطمة بعلي ابن أبي طالب كرم الله وجهه الكريم في السنة الثانية بأمر الله سبحانه خمس عشرة سنة خمسة أشهر بنصف ولعلى إحدى و عشرون سنة و خمسة أشهر

অর্থ: সাইয়েদা ফতেমাতুয যাহরা (আঃ) এঁর শাদী মোবারক হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের সাথে ২য় হিজরীতে আল্লাহ্ তায়ালার নির্দেশে হয়েছে। সেই সময় হযরত ফতেমাতুয যাহরা (আঃ) এঁর উমার মোবারক (বয়স) ১৫ বছর ৫ মাস ১৫ দিন ছিল এবং মওলা আলী (আঃ) এঁর উমার মোবারক (বয়স) ২১ বছর ৫ মাস ছিল।

[১। ইবনে হাজর মাক্কী: আস সোওয়াইকুল মুহরিকা, পৃ-১৭৩
২। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী: মাওয়াহিবে লাদ্দুনয়া, পৃ-১৪৬]

     ইমামুল আম্বিয়া (সঃ) জনাব সাইয়েদা ফাতেমাতুয যাহরা (আঃ) এঁর নিকট তাশরীফ নিয়ে গেলেন আর ইরশাদ ফরমালেন, “হে আমার কন্যা আলী (আঃ) তোমার বিয়ের পায়গাম নিয়ে এসেছেন এবং আল্লাহ্ তাবারক ওয়া তায়ালারও এই একই ইচ্ছা আর আল্লাহ্-র রসুল (সঃ)ও এই সম্বন্ধকে পছন্দ করেন, এখন তুমি নিজের ইচ্ছেটা বল যাতে আলী (আঃ) কে এই সুসংবাদ দেওয়া যায়।”

      জনাব সাইয়েদাতুন নিসা ইল আলামীন এ কথা শুনে লজ্জ্বায় মাথা ঝুঁকিয়ে নিলেন আর আব্বা হযুরের সামনে চুপচাপ দাড়িয়ে রইলেন। ইমামুল আম্বিয়া (সঃ) শাহযাদীর নিরবতাকে তাঁর সম্মতির লক্ষণ জেনে বাইরে তাশরীফ এনে হযরত আলী (আঃ) কে বললেন, ” হে আলী তোমাকে মোবারকবাদ যে তুমি আমার জামাতা হতে যাচ্ছ।” অতঃপর রসুলে পাক (সঃ) মওলা আলী (আঃ) কে বললেন, “হে আলী তোমার নিকট ঘোড়া থাকাও খুব প্রয়োজন আর তলোয়ার তো তোমার অলঙ্কার, সুতরাং তলোয়ার আর ঘোড়া তুমি নিজের কাছে রাখ। একটা লৌহ বর্ম আছে। এটা ছাড়াও তুমি চলতে পারবে, তাই সেটা বিক্রি করে বিয়ের সামান তৈরি কর।” জনাব মওলা আলী (আঃ) সাইয়েদুল আম্বিয়া (সঃ) এঁর ইরশাদ শুনে আনন্দিত হয়ে লৌহ বর্মটি ৪৮০ দেরহামে বিক্রি করে তা সারওয়ার এ দো আলম (সঃ) এঁর কাছে পেশ করলেন। তিনি (সঃ) তার থেকে কিছু দেরহাম হযরত বেলাল (রাঃ) কে দিয়ে বললেন,”বাজারে গিয়ে খুশবু আর ছোহারা কিনে আন।”

*আসমানে হযরতে যাহরা (আঃ) এঁর শাদী মোবারক :-*

     যখন হযরত বেলাল ছোহারা ও অন্যান্য কিনে আনলেন, তখন রসুলে পাক (সঃ) পুনরায় তাঁকে পাঠালেন যে, ” যাও সাহাবায়ে কেরামদিগকে ডেকে আন।” মসজিদে নববীতে রসুলে পাক (সাঃ) এঁর আসহাবগণ উপস্থিত হয়ে গেলেন, তো আল্লাহর রসুল (সঃ) সকলকে উদ্দ্যেশ্য করে বললেন যে, আমার নিকট আল্লাহ্ তায়ালার প্রেরিত ‘ওয়াস্তাঈল’ নামক ফেরেশতা  এসেছিলেন।  আর তিনি বললেন, “হে আল্লাহর রাসুল (সাঃ)  আমি আরশ উত্তোলনকারী ফেরেশতাদের মধ্যে একজন। আমি নিজের পরওয়ারদেগার হতে সংবাদ দান করার সৌভাগ্য লাভ করেছি।” অতঃপর তিনি আমাকে এ সংবাদ দান করলেন যে, খোদা ওয়ান্দ কদ্দুস আমার কন্যা ফাতেমা(আঃ) এঁর শাদী আমার ভাই আলী (আঃ) এঁর সাথে আসমানের উপর করে দিয়েছেন। আর আমি প্রথম দুনিয়াতে এ খবর নিয়ে উপস্থিত হয়েছি। আর এখনও সেই ফেরেশতা আমার নিকট উপস্থিত ছিলেন, এমন সময় জিবরাঈল (আঃ)ও এসে গেলেন। তিনি আমাকে আল্লাহ্ পাকের সালাম পৌঁছলেন এবং এ সুসংবাদ দান করলেন যে, “আল্লাহ্ তায়ালা আলী ও ফাতেমা (আঃ) এঁর শাদী মোবারক চল্লিশ হাজার ফেরেশতাদের উপস্থিত আসমানের উপরে করে দিয়েছেন। শাদী মোবারকের খোতবা আদম (আঃ) পড়িয়েছেন।” এবং জান্নাতের রেশমী কাপড়ের একটা টুকরা যাতে নূরের সাথে দুই লাইনে এই বিবাহ নামা লেখা ছিল যা আমাকে দেখানো হয়েছে।

   *আসমানে আল্লাহ্ তায়ালার পক্ষ থেকে হযরতে যাহরা (আঃ) এঁর যৌতুক ও মাহার :-*  এরপর জিবরাঈল (আঃ) আমাকে বর্ণনা করলেন যে, “আল্লাহ্ তাবারক ওয়া তায়ালা আপনার পক্ষ হতে (যৌতুক হিসাবে) জনাব সাইয়েদা ফাতেমাতুয যাহরা (আঃ) কে জান্নাতুল ফেরদৌসের সমস্ত টুকরো দান করে দিয়েছেন। আর জনাব আলী (আঃ) এঁর পক্ষ থেকে মাহার হিসাবে পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ দান করে দিয়েছেন। ( আর মাওয়াদ্দাতুল কুরবা ফী ফাযায়েলে আলে আবার মধ্যে  বর্ণিত হয়েছে যে, আল্লাহ্ তায়ালা পুরো পৃথিবীটাই খাতুনে জান্নাত পাককে মাহার হিসাবে দান করে দিয়েছেন)। সুতরাং যারা আলী ও ফাতেমা (আঃ) এঁর সাথে দুশমনি রাখবে তাদের জমিনের উপর চলা ফেরা করা হরাম।  অতঃপর আল্লাহ্ পাক জান্নাতের দারোয়ান রিদওয়ানকে হুকুম করলেন তো তিনি মুহিববানে আহলেবায়েত পাকের সংখ্যা মোতাবেক পাতা ঝরালেন, আর সেই পাতা সনদের সুরতে ছিল। প্রত্যেক সনদের সাথে এক নূরানী ফেরেশতাও ছিল। এবং যখন কেয়ামত সংঘটিত হবে তখন সেই ফেরেশতা হাশরের ময়দানে সমবেত মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং আহলেবায়েত পাকের মুহাব্বাতকারীদের মধ্যে সেই সেই সনদগুলি বন্টন করে দিবে, যাতে জাহান্নাম থেকে মুক্তির আদেশ নামা লিখা থাকবে। আর আহলেবায়েত পাকের এরকম কোনো মুহাব্বাতকারী থাকবেনা যে সেই সনদ পাবেনা। আর আসমানে জনাবে সাইয়েদার শাদী মোবারকের খুশি পালন করা হচ্ছে। জান্নাতকে নববধূর মত করে সাজানো হয়েছে। ফেরেশতাগণও একে অপরকে মোবারকবাদ দিচ্ছে।

     আমাদের আকা ও মওলা মেদিনীপুরী মওলা পাক সাইয়েদেনা ওয়া মুর্শিদেনা ওয়া মওলানা হযরত সাইয়েদ শাহ্ আলী আব্দুল কাদের শামসুল কাদেরী আল মারূফ বে সাইয়েদ শাহ্ *মুর্শিদ আলী আল্ কাদেরী* আল্ হাসানী আল্ হুসায়নী আল্ বাগদাদী (আঃ), মেদিনীপুর জোড়া মসজিদ ও দায়রা পাকে ৪ঠা ফাল্গুন প্রত্যেক বৎসর যাঁর উরস্ পাক অনুষ্ঠিত হয়ে থাকে, তিনি তাঁর রচিত মহামূল্যবান গ্রন্থ *দেওয়ানে হযরতে জামাল* এর মধ্যে বর্ণনা করেছেন –

*”আরশে পার বাঁধা খোদা নে আপকা আকদে নেকাহ।
ক্যায়সে শওহার শাহে মারদাঁ ওয়াহ্ ওয়াহ্ খায়রুন নেসা।।”*

সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীতে এহতেরামের সাথে বসে নবী পাক (সঃ) এঁর বক্তব্য শুনছিলেন। এরপর তিনি (সঃ) সাহাবায়ে কেরামদের ফরমালেন, “আল্লাহ্ তায়ালা আমাকে হুকুম দিয়েছেন যে, দুনিয়াতেও আমি নিজের কন্যা ফাতেমা (আঃ) এঁর শাদী মোবারক আলী (আঃ) এঁর সাথে করে দিই।

     রসুলে পাক (সাঃ) নিজের কন্যার কাছে অনুমতি চেয়ে নিলেন যে ৪০০ মিসকাল চাঁদি মাহারের পরিবর্তে আলী ইবনে আবী তালিব সাথে তোমার শাদী দেওয়া হচ্ছে। অতঃপর তিনি (সঃ) মুচকি হেসে হযরত আলী (আঃ) কে বললেন, “আমাকে আল্লাহ্ তায়ালা হুকুম করেছেন যে, ৪০০ মিসকাল চাঁদি মাহরের পরিবর্তে তোমার সাথে আমার কন্যার শাদী করে দিই। তুমি কি মঞ্জুর করছ? মওলা আলী (আঃ) আদবের সাথে বললেন, “হে আল্লাহর রসুল (সঃ) আমি মঞ্জুর করলাম।” এর পর রসুলে পাক (সাঃ) খুৎবা এ নেকাহ্ পাঠ করলেন।

     রসুলে আকরাম (সঃ) খুৎবা সমাপ্ত করলেন তো সাহাবা এ কেরামগণ এক এক করে প্রত্যেকে মওলা আলী (আঃ) কে মোবারকবাদ ও হাদিয়া পেশ করতে লাগলেন। অতঃপর সকলের মধ্যে ছোহারা বন্টন করে দেওয়া হল। এইভাবে দুনিয়াতে শাহজাদী এ রসুল (সঃ) এঁর সাথে ওয়ালী এ খোদা ওয়াসী এ মুস্তাফা, আলী (আঃ) এঁর শাদী মোবারক সুসম্পন্ন হল।
[১। নুযহাতুল মাজালিস, খ-২, পৃ-২২৫-২২৬
২। মাআরিজুন নবুওয়াত, রোকন-৪, বাবে সুম, পৃ-৩৩
৩। আস সোওয়ায়েকুল মুহরিকা, পৃ-৭১
৪। মাওয়াদ্দাতুল কুরবা]

*হযরত সাইয়েদা (আঃ) এঁর বিদায় ও দাওয়াতে ওলীমা :-*  জনাবে রসুলে খোদা (সঃ) হযরত উম্মে আয়মানকে বললেন আপনি হযরত আলী (আঃ) কে সাথে করে নিয়ে আসুন। হযরত উম্মে আয়মান খুশি খুশি বেরিয়ে গেলেন মওলা আলী (আঃ) কে সঙ্গে করে আনার জন্য। আর এদিকে নবী পাক (সাঃ) উম্মাহাতুল মুমেনীনদিগকে ইরশাদ ফরমালেন যে, “আজ হযরত ফাতেমা (আঃ) কে হযরত আলী (আঃ) এঁর ঘরে পৌঁছে দেওয়া হবে, এই জন্য তাঁর বিদায়ী জিনিসপত্র সম্পূর্ণ প্রস্তুত করে নাও।”

     খুশবু এবং ছোহরা কেনার পর হায়দার এ কররারের বর্মের যে সামান্য মূল্য বাকী ছিল তা থেকে খুব সাদা মাটা ভাবে ওলীমার ব্যবস্থা করলেন। আর ‘তাবাকাতে ইবনে সাদ’ ও অন্যান্য সীরাতের কেতাবে তাঁর ওলীমার ব্যাপারে এইভাবে বর্ণিত হয়েছে যে, হযরত সাদ ইবনে আবী ওয়াক্কাস (রাঃ) মওলা এ কায়েনাত পাকের ওলীমার জন্য একটা ভেড়া হাজির করলেন। অন্যান্য আনসার ও মুহাজির সাহাবীগণও বিভিন্ন জিনিস হাজির করলেন। প্রাচুর্যের সাথে সব জিনিসের খানার বন্দোবস্ত করা হল। সাহাবা এ কেরামদের ডেকে তাদের সকলকে খানা খাওয়ানো হল। এক সাহাবী বলেন যে, “এই দাওয়াতে যে খানা তৈরী হয়েছে তা অসীম সুস্বাদু ছিল। খানা খাওয়া পর সাহাবা এ কেরামগণ চলে গেলে রসুলে পাক (সঃ) উম্মাহাতুল মুমেনীন দের খানা খওয়ার জন্য ডাকলেন। তাঁদের সকলের খাওয়া শেষে তিনি এক মাটির পেয়ালা চেয়ে তাতে খানা ভর্তি করে নিজের আযওয়াজে মুতাহহারাতের হতে সোপর্দ করে বললেন, এ খানা আলী (আঃ) এবং আমার কন্যা ফাতেমা (আঃ) এঁর অংশ।”

     সকলের খাওয়া শেষ হলে রসুলে পাক (সাঃ) হযরত আলী (আঃ) ও সাইয়েদা যাহরা (আঃ) কে নিজের কাছে ডাকলেন। নিজের শাহযাদীর কপাল চুমে তাঁর সার মোবারককে নিজের সিনা মোবারকে লাগিয়ে দয়ার্দতা ও মুহাব্বতের সাথে কথা বলে তাঁকে শান্তনা দিলেন। অতঃপর এক পেয়ালা পানি দম করে সেই পানি থেকে কিছুটা মওলা আলী (আঃ) ও হযরত ফাতেমা (আঃ) এঁর সিনা মোবারকে ছিটা মেরে বাকি পানি দুজনকেই পান করালেন। এরপর সেই পেয়ালার খানা প্রথমে মওলা আলী (আঃ) কে খাওয়ালেন। খাওয়ার পর মওলা আলী (আঃ) হুকুম নিয়ে বাইরে তাশরীফ নিয়ে গেলে অবশিষ্ট খানা থেকে খাতুনে জান্নাত পাক কয়েক লোকমা খেলেন।

     ইমামুল আম্বিয়া (সঃ) দীর্ঘক্ষণ শাহযাদী পাকের নিকট বসে রইলেন ও তাঁর সাথে দয়ার্দপূর্ণ ও মায়া মাখা কথাবার্তা বললেন। আজ সাইয়েদুল মুরসালীন অপরিসীম খুশি এবং উম্মাহাতুল মুমেনীনও অপরিসীম খুশি ছিলেন। রাতের বেলা মদীনা মুনাওয়ারার বাচ্চা বাচ্চা মেয়েরা জনাব সাইয়েদা (আঃ) এঁর নিকট সমবেত হয়ে দফ্ বাজিয়ে খুশি উদযাপন করছিল।

*আল্লাহর রসুল (সঃ) এঁর পক্ষ হতে যৌতুক :-*  এদিকে উম্মুল মুমেনীন খাতুনে জান্নাত পাকের সমস্ত বিদায়ী সামান প্রস্তুত করে ফেলেছেন। ইমামুল আম্বিয়া (সঃ) নিজের পক্ষ থেকে শাহযাদী পাককে যৌতুক হিসেবে যা দান করেছিলেন তা বিভিন্ন সীরাত ও তারিখের কেতাবে যেভাবে এসেছে তা হল
১। একটি চাদর, ২। একটি যাঁতা, ৩। সাদা কাপড়ের একটি বিছানা, ৪। দুটি মাটির ঘরা, ৫। একটি খেজুরের পাতার চাটাই, ৬। চারটি গ্লাস, ৭। একটি তামার বদনা, ৮। একটি কাপড়ের জোড়া (জামা বিশেষ), ৯। একটি দামী কাপড়ের কামিস, ১০। চাঁদির দুটি বাজু বন্দ, ১১। চারটি মোটা কাপড়ের বালিশ।

     ইহা ছাড়াও চামড়ার টুকরোর উপর লেখা কুরআন পাকের কিছু সুরাও যৌতুক হিসেবে দিয়েছিলেন।

*মওলা পাকের ঘরের দিকে রওয়ানা :-*  ‘খতীবে বাগদাদী’ তাঁর ‘তারীখে বাগদাদের’ মধ্যে এবং ‘আল্লামা আব্দুর রহমান আস সাফুরী’ তাঁর ‘নুযহাতুল মজলিসের’ মধ্যে রেওয়ায়েত করেছেন যে, মাখদুমা এ কায়েনাত সাইয়েদা ফাতেমাতুয যাহরা আল বাতুল বিনতে রসুল (সঃ) এঁর বিদায়ের সময় হল তো রসুলে আকরাম (সঃ) আব্দুল মুত্তালিব (আঃ) এঁর খান্দানের মহিলা, আযওয়াজে মুতাহহারাত, মুহাজেরীন ও আনসারদের মহিলাদিগকে বললেন যে তোমরা তাকবীর, তাহমীদ, তাসবীহ ও তাহলীল পাঠ করতে করতে আমার শাহযাদীর সাথে সাথে চল।

     আর ইমামুল আম্বিয়া (সঃ) নিজেও কাফেলার সাথ সাথ তাশরীফ নিয়ে যাচ্ছেন। এ এক আশ্চর্য জনক ও মনোরম এক দৃশ্য। সমস্ত আম্বিয়াদের সর্দার, সমস্ত মহিলাদের সর্দারের ডুলির (পালকি বিশেষ) সাথ সাথ যাচ্ছেন। রাস্তায় আল্লাহর রসুল (সঃ) জিবরাঈল (আঃ) আওয়াজ শুনলেন। অতঃপর দেখলেন যে, একদিকে হযরত জিবরাঈল (আঃ) ৭০ হাজার ফেরেশতা সহ তাকবীর পড়তে পড়তে যাচ্ছেন, আর এক দিকে হযরত মিকাইল (আঃ) ৭০ হাজার ফেরেশতা সহ তাকবীর পড়তে পড়তে যাচ্ছেন। আল্লাহর রসুল (সঃ) জিজ্ঞেস করলেন, “হে জিবরাঈল তুমি কি জন্য এসেছ?” জিবরাঈল (আঃ) আরয করলেন, “আকা ! আপনার সাহেবযাদীর ডুলি (পালকি) হযরত আলী (আঃ) এঁর ঘরে পৌঁছানোর জন্য এসেছি।”
[ নুযহাতুল মজলিস, আঃ – ২, পৃ – ২২৬]

     সুবহান আল্লাহ্! এই হল বিনতে রসুল (সঃ) এঁর শান।

*আলহাজ্জ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ কাদেরী*