Holy Imams: Hadees: 2 / ইমাম পাকগণঃ হাদীস ২
The Prophet of Allah Himself Performed the ‘Aqiqah’ of the Two Imams
عن عائشة انها قالت: عق رسول الله صلى الله عليه و آله و سلم عن حسن شاتين، و عن حسين شاتين ذبحهما يوم اسابع
Meaning: The Mother of the Faithful, Hazrat Ayesha (RA) narrated that, Rasullullah (SWS) slaughtered two goats on behalf of Imam Hasan (AS), and two goats on behalf of Imam Husain (AS) on the seventh day after their birth on account of ‘aqiqa’.
[1) Ibn Hibban: As-Sahih, 12/127
2) Haisami:Mawariduz Zamaan, 1/260
3) Abdur Razzak: Al Musannaf, 4/330
4) Haisami: Majmauj Jawaed, 4/58
5) Dulabi: Aj Zurriyatut Tahira, 1/85
Al-hajj Maulana Mohammad Waliullah Quaderi
Translated into English by: Syed Mujtaba Quader
আল্লাহর নবী নিজে দুই ইমাম পাকের আকিকা করেছেন
অর্থ: উম্মুল মু’মিনীন হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত আছে তিনি বলেন যে, রসুলুল্লাহ (সঃ) ইমাম হাসান (আঃ) এঁর পক্ষ হতে দুটি ছাগল এবং ইমাম হুসায়্ন (আঃ) এঁর পক্ষ হতে দুটি ছাগল আকিকা হিসাবে তাঁদের জন্মের সপ্তম দিনে জবেহ করেছেন।
[১। ইবনে হিব্বান: আস-সহীহ, ১২/১২৭
২। হায়সামী: মাওয়ারিদুজ জামআন, ১/২৬০
৩। আব্দুর রাযযাক: আল-মুসান্নাফ, ৪/৩৩০
৪। হায়সামী: মাজমাউয যাওয়ায়েদ,৪/৫৮
৫। দুলাবী: আয যুররিয়াতুত তাহিরা,১/৮৫ ]
*আলহাজ্জ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী*