‘Urs’ Celebrations of ‘Qutbe Bari Pak’ / ‘কুতুবে বারী পাকের’ ঊরস্ উৎসব
The Urs Celebrations of the Great Sufi Saint, His Holiness, Qutbe Bari (a.s) Pak
The Annual Holy ‘Urs’ of the great Sufi Saint, ‘Qutbe Bari Pak’, His Holiness, Syed Shah Rawshan Ali Al Quaderi Al Baghdadi (AS) has started in Purnia District of Bihar in the Quaderia Khankah Sharif, the Masjid and in the adjoining Burial Shrine. The ‘Urs’ is observed on 3rd Fagun as per the local Hindi calendar. This year, on 2nd March (3rd Fagun according to the Hindi calendar), Tuesday today, starting from the evening, this celebration shall continue for three days. Famously known as ‘Qutbe Bari Pak’, this great ascetic is the 29th descendant of the Universal Prophet His Holiness Muhammad (pbuh) and at the same time the 16th generation descendant of the founding patriarch of the Quaderia Order, Boro Peer Sahib – Ghausul Azam Dastagir – His Holiness Syed Shah Abdul Quadir Jilani (AS).
This ‘Urs’ is directed and supervised by his successor and heir, the Head of Order (Sajjadanashin), ‘Boro Huzur Pak’ – His Holiness Syed Shah Rashid Ali Al Quaderi Al Baghdadi. On the first day of the ‘Urs’ a ‘Milad’ and ‘Waz Mahfil’ is going to be held after ‘Maghrib’ prayers in the presence of devotees and followers. Pilgrims have arrived from various districts of West Bengal in reserved buses. Aside from this, numerous people come here in devotion from Purnia and various neighboring districts irrespective of race or religion and lay shrouds and make offerings.
“Us se khush honge Nabi, razi Khuda ho jayega / Ghaus ka jis par karam roze jaza ho jayega / Khak paye Ghaus se jab surma sa ho jayega / Didaye dil noore Haq se pur ziya ho jayega / Wo shafiye hashare jab mushkil kusha ho jayega / Mujh par aasa(n) sadmaye roze jaza ho jayega / Rahjumayee par agar aa jayenge rahbar mere / Rahzan tak rahe Haq ka rahnuma ho jayega / Aye Shah e Rawshan Ali nazaraye didar se / Didah mera manzare noore Khuda ho jayega.”
— “Diwan e Hazrat Jamal” (Book written by Mawla Pak, His Holiness Syed Shah Murshid Ali Al Quaderi Al Baghdadi ; great grandson of ‘Qutbe Bari Pak’.
বিহারের পূর্ণিয়া জেলার রওশনগঞ্জ পাকে মহান সুফি সাধক ‘হযরত কুতুবে বারী পাকের’ ঊরস্ উৎসব।
বিহারের পূর্ণিয়া জেলার হযরত রওশনগঞ্জ কাদেরিয়া খানকাহ্ শরীফ, মসজিদ ও তৎসংলগ্ন মাজার শরীফে মহান সুফি সাধক কুতুবে বারী পাক হযরত সৈয়দ শাহ্ রওশন আলী আলকাদেরী আল বাগদাদী (আঃ) পাকের বার্ষিক উরস উৎসব শুরু হয়েছে। স্থানীয় হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী ৩রা ফাগুন এই উরস পালিত হয়ে থাকে। এ বছর ২রা মার্চ (হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী ৩রা ফাগুন), আজ মঙ্গলবার দিবাগত রাতে শুরু হয়ে এই উৎসব তিন দিন ধরে চলবে। ‘কুতুবে বারী পাক’- নামে খ্যাত এই মহান তাপস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এঁর ২৯ তম বংশধর এবং একই সঙ্গে কাদেরিয়া তরিকার প্রাণপুরুষ বড়ো পীর সাহেব – গওসুল আযম দাস্তগীর – হযরত সৈয়দ শাহ আব্দুল কাদির জিলানী(আঃ) পাকের ১৬ তম বংশধর।
এই উরস্ পাক পরিচালনা ও তত্ত্বাবধান করেন তাঁদের বর্তমান স্থলাভিষিক্ত ও উত্তরাধিকারী- সাজ্জাদানশীন ‘বড়ো হুযুর পাক’ – হযরত সৈয়দ শাহ রশীদ আলী আলকাদেরী আল বাগদাদী পাক। উরসের প্রথম দিন ভক্ত ও অনুরাগীদের উপস্থিতিতে বাদ মাগরিব মিলাদ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ বাস যোগে পুণ্যার্থীরা এসেছেন। এছাড়াও পূর্নিয়া ও আশপাশের বিভিন্ন জেলা থেকে জাতি-ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষ ভক্তি সহকারে মাজার শরীফে হাজির হন, চাদর পাক চড়ান ও নিয়াজ পাক আদা করেন।
“উসসে খুশ হোঙ্গে নবী, রাযি খোদা হো জায়েগা/ গওস কা জিস পার করম রোযে জাযা হো জায়েগা/ খাক পায়ে গওস সে জব সুরমা সা হো জায়েগা / দিদায়ে দিল নুরে হকসে পুর যিয়া হো জায়েগা / ওহ শাফিয়ে হাশরে জব মুশকিল কুশা হো জায়েগা / মুঝ্ পার আসাঁ সদমায়ে রোযে জাযা হো জায়েগা / রাহনুমাঈ পার আগার আ জায়েঙ্গে রাহবার মেরে/ রাহযান্ তক রাহে হক কা রাহনুমা হো জায়েগা / আয় শাহে রওশন আলী নাযারায়ে দিদার সে/ দিদাহ্ মেরা মনযরে নুরে খোদা হো জায়েগা। “
— “দিওয়ান এ হযরত জামাল” (মওলা পাক হযরত সৈয়দ শাহ্ মুর্শিদ আলী আলকাদেরী আল বাগদাদী পাকের রচিত কাব্যগ্রন্থ। মওলা পাক কুতবে বারী পাকের প্রপৌত্র)।