The Holy Urs of ‘Ghause Sani’ Pak / ‘গওসে সানী’ পাকের উরস পাক
The Holy Urs of ‘Ghause Sani’ Pak
On the coming 15th July, Thursday, in the evening, that is on 5th Zilhajj, the Urs Pak of ‘Ghause Sani’ Pak, Sayedena wa Imamena wa Maulana wa Shaikhena Hazrat Syed Shah ‘Zaker Ali Al Quaderi’ Al-Hasani Al-Husaini Al-Baghdadi, Salawatullahe Alaihe, shall be held at Mangalkote Pak, Karikar Para, Quaderia Khankah Sharif Masjid Pak.
‘Ghause Sani’ Pak, is the 29th generation descendant of the Holy Prophet (Peace be upon him and upon his family) and the 16th generation descendant of Shahanshahe Baghdad Huzur Ghause Azam Pak (AS). He is known as ‘Ghause Sani’ Pak.
‘Ghause Sani’ Pak came to India through Chandbali Port in Orissa in 1180 Hijri, 1766 AD from Holy ‘Hama’ in Syria passing through Holy Baghdad, accompanied by his father. Thereafter, after traversing much distance overland, he came to Mangalkote Sharif of Burdwan. Three other brothers and a nephew had accompanied Ghause Sani Pak, but later two of his brothers accompanied by their father departed towards Baghdad. And, another brother of ‘Ghause Sani Pak’, ‘Qutbe Bari’ Pak, Sayedena wa Imamena wa Maulana wa Shaikhena Hazrat Syed Shah ‘Raushan Ali’ Al-Quaderi Al-Hasani Al-Husaini Al-Baghdadi (AS), reposed his son, ‘Qutbe Rabbani’ Pak, Sayedena wa Imamena wa Maulana wa Shaikhena Hazrat Syed Shah ‘Tofail Ali’ Al-Quaderi Al-Hasani Al-Husaini Al-Baghdad (AS) Pak to his uncle in Mangalkote Sharif and returned back himself to Raushanganj in Purnia District of Bihar. ‘Ghause Sani’ Pak established his residence in Mangalkote Sharif.
‘Ghause Sani’ Pak was born in 1111 Hijri, 1699 AD and he departed in 1192 Hijri, 1778 AD, on 5th Zilhajj. His Holy Urs, has since been observed with much fanfare every year till today in the evening of the 5th day of the month of Zilhajj in the holy ‘mazar’ (tomb) of ‘Ghause Sani’ Pak and in the adjoining Quaderia Khankah Sharif Masjid Pak.
As like previous years, this year too, the Holy Urs of ‘Ghause Sani’ Pak is being observed under the management and guardianship of his only successor, the Head of the Order, the Ghaus of the present era and ‘Qutub’, Boro Huzur Pak Sayedena wa Imamena wa Maulana wa Shaikhena Hazrat Syed Shah Rashid Ali Al-Quaderi Al-Hasani Al-Husaini Al-Baghdadi Maddajilluhul Ali.
✍️ 𝑨𝒍-𝒉𝒂𝒋𝒋 𝑴𝒂𝒖𝒍𝒂𝒏𝒂 𝑴𝒖𝒉𝒂𝒎𝒎𝒂𝒅 𝑾𝒂𝒍𝒊𝒖𝒍𝒍𝒂𝒉 𝑸𝒖𝒂𝒅𝒆𝒓𝒊
𝑻𝒓𝒂𝒏𝒔𝒍𝒂𝒕𝒆𝒅 𝒊𝒏𝒕𝒐 𝑬𝒏𝒈𝒍𝒊𝒔𝒉 𝒃𝒚 : 𝑺𝒚𝒆𝒅 𝑴𝒖𝒋𝒕𝒂𝒃𝒂 𝑸𝒖𝒂𝒅𝒆𝒓
‘গওসে সানী’ পাকের উরস পাক
আগামী ১৫ই জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত্রি অর্থাৎ ৫ই যিলহাজ্জ মঙ্গলকোট পাক, কারিকর পাড়ায় কাদেরিয়া খানকাহ শরীফ মসজিদ পাকে ‘গওসে সানী’ পাক সাইয়েদেনা ওয়া ঈমামেনা ওয়া মওলানা ওয়া শায়খেনা হযরত সৈয়দ শাহ্ ‘যাকের আলী আল্ ক্বাদেরী’ আল্ হাসানী আল্ হুসায়্নী আল বাগদাদী সালাওয়াতুল্লাহে আলায়হে এঁর উরসে পাক অনুষ্ঠিত হতে চলেছে।
গওসে সানী পাক রসুলেপাক (সাল্লাল্লাহো আলায়হে ওয়া আলেহী ওয়াসাল্লাম) এঁর ২৯তম এবং শাহেনশাহে বাগদাদ হুযুর গওসে আযম পাক (আঃ) এঁর ১৬তম বংশধর। ইনি ‘গওসে সানী’ পাক নামে পরিচিত।
গওসে সানী পাক ১১৮০ হিজরী, ১৭৬৬ খ্রীষ্টাব্দে তাঁর আব্বাজানের সাথে সিরিয়ার ‘হামা’ শরীফ থেকে ‘বাগদাদ’ শরীফ হয়ে উড়িষ্যার চাঁদবালী বন্দর হয়ে ভারতে প্রবেশ করেন। তারপর স্থলপথে বহুপথ পরিভ্রমণ করে বর্ধমানের মঙ্গলকোট শরীফে তশরীফ আনেন। গওসে সানী পাকের আরও তিন ভাই ও এক ভাইপো সাথে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে তাঁর দুই ভাই তাঁদের আব্বাজানের সাথে বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা দেন। আর গওসে সানী পাকের আর এক ভাইজান ‘কুতুবে বারী’ পাক সাইয়েদেনা ওয়া ঈমামেনা ওয়া মওলানা ওয়া শায়খেনা হযরত সৈয়দ শাহ ‘রওশান আলী’ আল্ কাদেরী আল্ হাসানী আল্ হুসায়্নী আল্ বাগদাদী (আঃ) নিজ শাহযাদা ‘কুতুবে রব্বানী’ পাক সাইয়েদেনা ওয়া ঈমামেনা ওয়া মওলানা ওয়া শায়খেনা হযরত সৈয়দ শাহ্ ‘তোফায়েল আলী’ আল্ কাদেরী আল্ হাসানী আল্ হুসায়্নী আল্ বাগদাদী (আঃ) পাককে তাঁর চাচাজানের নিকট মঙ্গলকোট শরীফে রেখে নিজে বিহারের পূর্ণিয়া জেলার ‘হযরত রওশানগঞ্জে চলে যান। ‘গওসে সানী’ পাক মঙ্গলকোট শরীফেই বসবাস স্থাপন করেন।
গওসে সানী পাকের বেলাদাত পাক হয় ১১১১ হিজরী, ১৬৯৯ খ্রীষ্টাব্দে এবং তিনি বেসাল পাক লাভ করেন ১১৯২ হিজরী ১৭৭৮ খ্রীষ্টাব্দের ৫ই যিলহাজ্জ। সেই থেকে অদ্যাবধি প্রত্যেক বৎসর যিলহাজ্জ মাসের ৫ তারিখের রাত্রে ‘গওসে সানী’ পাকের মাযার পাক ও তৎসংলগ্ন কাদেরিয়া খানকাহ্ শরীফ মসজিদ পাকে তাঁর উরস্ পাক মহা সমারোহের সহিত পালিত হয়ে আসছে।
প্রত্যেক বৎসরের ন্যায় এ বৎসরও গওসে সানী পাকের উরস পাক তাঁরই একমাত্র স্থলাভিষিক্ত ও গদ্দীনশিন বর্তমান যামানার গওস ও কুতুব ‘বড় হুযুর পাক’ সৈয়েদেনা ওয়া ঈমামেনা ওয়া মওলানা ওয়া শায়খেনা হযরত সৈয়দ শাহ্ ‘রশীদ আলী আল ক্বাদেরী’ আল্ হাসানী আল্ হুসায়নী আল্ বাগদাদী মাদ্দাজিল্লুহুল আলীর পরিচালনায় ও ত্বত্তাবধানে অনুষ্ঠিত হচ্ছে।
✍️ আলহাজ্জ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী