Method for Making Holy Offerings / নিয়ায পাক আদা পাক করার নিয়ম
The method for making holy offerings is that, the offering must first be placed on an elevated place, on the alter of a mosque or on a table meant for making offerings or on a similar object, and facing Holy Baghdad, the following incantations (doas) must be recited standing in the posture of the ‘tahrima’ (holding both hands together) as in prayer :
After asking for forgiveness (istigfar) 3 times,
- Darood e Ghausia – 11 times
- Holy Isme A’zam – 11 times
- Sura Kafirun – 3 times
- Sura Ikhlas – 3 times
- Sura Falaq – 3 times
- Sura Naas – 3 times
- Sura Fatiha – 1 time
- Holy Isme A’zam – 11 times
- Darood e Ghausia – 11 times, After that, recite
سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ . وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ . وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
and uttering ‘Al Fatiha’, the supplication has to be made.
*Supplication* : After reciting the above incantations (doas), by raising the hands in supplication, say “ Oh Allah Most High, Cherisher ! Whatever this sinning slave of yours has recited with his unclean mouth, forgive the faults and mistakes therein, for the sake of Your Loved Ones, the Five Chaste Bodies (Panjatan Pak), Muhammad, Fatima, Ali, Hasan, Husain, peace be upon them, and for the sake of Master Ghause Pak, Sheikh Abu Muhammad Muhiuddin Abdul Quadir Al-Jilani Al-Hasani Al-Husaini Al-Baghdadi, peace be upon him, forgive the faults and mistakes therein, bestow its rightful blessings, and with regard to the offering that is placed in front, forgive the faults and mistakes of that too, for their sake, and bestow on us the rightful blessings.
Oh Allah, whatever blessings that you have made your servant earn, and specially the blessings of this offering, all these blessings, your sinning slave makes an offering and bestowal to the holy souls of Your Loved One, Ahmed e Mujtaba Muhammade Mustafa His Excellency the Holy Prophet Muhammad, the Lion of Allah, Master Ali, the Attacking Lion (Haidar e Karrar), His Excellency Master Ali, the Placater of Difficulty (Mushkilkusha), the First Lady of Heaven (Khatoon e Jannat), the Leader of Women, Sayeda Her Excellency Fatimatuz Zahra, the Leader of the Martyrs, Sayedena His Excellency Imam Hasan, and the Leader of the Martyrs, the Martyr of Karbala, Sayedena, His Excellency Imam Husain, peace be upon them, and makes an offering and bestowal to the holy souls of the Family of the Household (Ahle Bayet), peace be upon them, and makes a special offering and bestowal to the holy soul of, the Guide of Guides (Peerane Peer), the Leader of Leaders (Meeran e Meer), Dastegir (Helper), Master Ghause Azam (the Greatest Helper) Sheikh Abu Muhammad Muhiuddin Abdul Quadir Al-Jilani Al-Hasani Al-Husaini Al-Baghdadi, peace be upon him, and makes an offering and bestowal of all these blessings to the holy souls of Sayedena His Excellency Sayed Shah Zakir Ali Al Quaderi, Sayedena His Excellency Sayed Shah Rawshan Ali Al Quaderi, Sayedena His Excellency Sayed Shah Tofail Ali Al-Quaderi, Sayedena His Excellency Sayed Shah Mehre Ali Al-Quaderi, Sayedena His Excellency Sayed Shah Murshid Ali Al-Quaderi, Sayedena His Excellency Sayed Shah Ershad Ali Al-Quaderi, Sayedena His Excellency Sayed Shah Mustarshid Ali Al-Quaderi, peace be upon them. Oh Allah, accept the making of this offering for the sake of the Holy Five Chaste Ones (Panjatan e Athar) and for the sake of Master Ghause Pak.
وَ صَلَّى اللهُ تَعَلٰى عَلٰى خَيْرِ خَلْقِهٖ مُحَمَّدٍ وَّ عَلٰى اَهْلِ بَيْتِهٖ وَآلِهٖ الطَّيِّبِِيْنَ وَ الطَّاهِرِيْنَ وَالْمَعْصُوْمِيْنَ الْاَجْمَعِيْنَ خُصُوْصًا عَلٰى سَيِّدِنَا الْغَوْثِ الْاَعْظَم اَمِيْنُ الْمَكِيْن بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ
• الرَّاحِمِيْنَ • بَحَقِّ لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ يَا شَيْخُ عَبْدُ الْقَادِر شَيْـًٔا لِلهِ
*Al-Hajj Maulana Muhammad Waliullah Quaderi*
Translated into English by : Syed Mujtaba Quader
নিয়ায পাক আদা পাক করার নিয়ম
নিয়ায পাক আদা পাক করার নিয়ম হলো, প্রথমে নিয়ায পাককে কোনো উঁচু জায়গায়, মসজিদের মিম্বার বা নিয়ায পাক আদা পাক করা টুল বা এই জাতীয় কোনো জিনিসের উপর রেখে, বাগদাদ শরীফের দিকে মুখ করে নামাযের তাহরীমা বাঁধার মতো করে দাঁড়িয়ে নিম্নোক্ত দুআ সমূহ পাঠ করতে হবে।
৩ বার ইস্তেগফার করার পরঃ
১। দরূদ এ গওসিয়া – ১১ বার
২। ইসমে আ’যাম পাক – ১১ বার
৩। সুরা কাফিরূন – ৩ বার
৪। সুরা ইখলাস – ৩ বার
৫। সুরা ফালাক – ৩ বার
৬। সুরা নাস – ৩ বার
৭। সুরা ফাতিহা – ১ বার
৮। ইসমে আ’যাম পাক – ১১ বার
৯। দরূদ এ গওসিয়া – ১১ বার। এরপর
سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ . وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ . وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
পড়ে ‘আল্ ফাতেহা’ বলে মোনাজাত করতে হবে।
*মোনাজাত* :- উপরোক্ত দুআ সমূহ পাঠ করার পর হাত তুলে মোনাজাতে বলতে হবে, “হে আল্লাহ্ পাক পরওয়ার দেগার তোমার এই গোনাহ্গার বান্দা তার নাপাক যোবানে যা কিছু তেলাওয়াত করলো, তোমার মাহবুবগন পাক পাঞ্জাতনে আতাহার মুহাম্মাদ, আলী, ফাতেমা, হাসান ও হুসায়্ন আলায়হিমুস সালাম এবং হুযুর গওসে পাক শায়খ আবু মুহাম্মাদ মুহীউদ্দীন আব্দুল কাদির আল্ জীলানী আল্ হাসানী আল্ হুসায়নী আল্ বাগদাদী আলায়হিস সালাম পাকের ওয়াসীলায় এর ভূল ত্রুটি ক্ষমা করে তার সহীহ সওয়াব দান করো এবং সামনে যে নিয়ায পাক আদা পাকের উদ্দেশ্যে রাখা আছে, এরও ভূল ত্রুটি তাঁদেরই ওয়াসীলায় ক্ষমা করে তার সহীহ সওয়াব দান করো।
হে আল্লাহ্ তোমার এই গোনাহ্গার বান্দার দ্বারা যে সওয়াব হাসিল করালে এবং বিশেষ করে এই নিয়ায পাকের যে সওয়াব, এই সমস্ত সওয়াব তোমার এই গোনাহ্গার বান্দা তোমার হাবীব আহমাদে মুজতাবা মুহাম্মাদে মুস্তাফা জনাবে মুহাম্মাদুর রসুলুল্লাহ্, শেরে খোদা হায়দারে কারবার হযরত মওলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাত সাইয়েদাতুন নেসা সাইয়েদা হযরত ফাতেমাতুয যাহরা, সাইয়েদুশ শোহাদা সাইয়েদেনা হযরত ইমাম হাসান ও সাইয়েদুশ শোহাদা শহীদে কারবালা সাইয়েদেনা হযরত ইমাম হুসায়্ন আলায়হিমুস সালাম পাকগনের আরওয়াহ্ পাকে হাদিয়া ও নযর পাক করলো, আহলেবায়েতে কেরাম আলায়হিমুস সালাম পাকগনের আরওয়াহ্ পাকে হাদিয়া ও নযর পাক করলো এবং খাস করে পীরানে পীর মীরানে মীর দাস্তেগীর হুযুর গওসে আ’যাম শায়খ আবু মুহাম্মাদ মুহীউদ্দীন আব্দুল কাদির আল্ জীলানী আল্ হাসানী আল্ হুসায়নী আল্ বাগদাদী আলায়হিস সালাম পাকের রূহ পাকে হাদিয়া ও নযর পাক করলো, এবং এই সমস্ত সওয়াব সাইয়েদেনা হযরত সাইয়েদ শাহ্ যাকির আলী আল্ কাদেরী, সাইয়েদেনা হযরত সাইয়েদ শাহ্ রওশান আলী আল্ কাদেরী, সাইয়েদেনা হযরত সাইয়েদ শাহ্ তোফায়েল আলী আল্ কাদেরী, সাইয়েদেনা হযরত সাইয়েদ শাহ্ মেহেরে আলী আল্ কাদেরী, সাইয়েদেনা হযরত সাইয়েদ শাহ্ মুর্শিদ আলী আল্ কাদেরী, সাইয়েদেনা হযরত সাইয়েদ শাহ্ ইরশাদ আলী আল্ কাদেরী ও সাইয়েদেনা হযরত সাইয়েদ শাহ্ মুস্তারশিদ আলী আল্ কাদেরী আলায়হিমুস সালাম পাকগনের আরওয়াহ্ পাকে হাদিয়া ও নযর পাক করলো। হে পরওয়ার দেগার তুমি এই নিয়ায পাক আদা পাক পাঞ্জাতনে আতাহার ও হুযুর গওসে পাকের ওয়াসীলায় কবুল করো।”
وَ صَلَّى اللهُ تَعَلٰى عَلٰى خَيْرِ خَلْقِهٖ مُحَمَّدٍ وَّ عَلٰى اَهْلِ بَيْتِهٖ وَآلِهٖ الطَّيِّبِِيْنَ وَ الطَّاهِرِيْنَ وَالْمَعْصُوْمِيْنَ الْاَجْمَعِيْنَ خُصُوْصًا عَلٰى سَيِّدِنَا الْغَوْثِ الْاَعْظَم اَمِيْنُ الْمَكِيْن بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ
• الرَّاحِمِيْنَ • بَحَقِّ لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ يَا شَيْخُ عَبْدُ الْقَادِر شَيْـًٔا لِلهِ
*আলহাজ্জ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী*