*Description of the Sacrificial Animals (of Qurbani)*/*কুরবানীর পশুর বিবরণ*
*The Animals That May Be Sacrificed (for Qurbani)* : Cow, Goat, Buffalo, Sheep, Fat-Tailed Sheep (Dumba), Camel, etc animals may be sacrificed (for Qurbani). But it must be noted that the cow or buffalo must be atleast two years old. Goat, sheep, dumba must be at least one year old. Camel must be at least five years old. However, if the sheep is six months old and is fat and plump, then its sacrifice is permissible. (Hedaya, Shamee, Alamgiri)
Whatever is the animal for sacrifice (for Qurbani) it must be healthy and strong. When choosing an animal for sacrifice, it must be kept in mind that it is being presented to the court of Allah. So a superior quality animal must be presented. In the world when we send a present to a person of high position we send a good and superior quality product. Then, why should the product to be sent to Allah not be of superior quality ?
*The animal that is better for sacrifice (for Qurbani)* : The sheep over the ewe, the male dumba over the female, and the goat over the she-goat is better for sacrifice, and the she-camel over the camel, the cow over the bull, is better for sacrifice. (Bahare Shariat, Durre Mukhtar and Raddul Muhtar)
*Faults in animals for which sacrifice (for Qurbani) cannot be done*: (1) blind animal (2) deaf animal (3) lame to the extent that it cannot walk to the sacrificial site (4) more than one-third part of tail is cut (5) more than one third part of ear is cut (6) extremely weak, thin and frail animal (7) horn is uprooted from the root (8) animal is so mad that it does not eat grass or drink water normally ; cannot be made to graze normally in pasture (9) does not have ear from birth (10) no teeth at all or most teeth absent (11) front part of udder is cut (12) milk has dried up in udder due to disease (13) one teat out of two in goat is cut (14) two teats of four in cow or buffalo is cut (15) one ear is missing from birth
*Faults, despite which sacrifice (for Qurbani) is permissible* : (but it is better to sacrifice fully healthy animals, not to sacrifice animals with faults) (1) animal is mad, but consumes grass/water normally (2) some part of the tail or ears or less than one-third part is cut (3) horns are missing from birth (4) horns are there but less than one-third broken (5) there are ears, but small (6) one leg of the animal is broken, but it can walk on three legs (7) the animal has skin disesase (8) some teeth are missing, but most are intact (9) animal with one testicle by nature (10) animal is incapable of giving birth due to age.
*How many persons may sacrifice one animal (for Qurbani)* : Goats, sheep, dumba, etc animal may be sacrificed by one person. Cow, buffalo and camel may be sacrificed maximum by seven persons.
*Things to be done for multiple partners*: If there are multiple partners, then it must be noted that the divisions be done as per the share. None should get more or less than the due share. Another point that must be noted is that there should be no discrepancy in the intention of any. If the intention of any partner is just to eat meat, then the sacrifice (of Qurbani) of none will be accepted. For this reason, for the sacrifice to be proper, it is important that the intention of all must be proper.
*If an animal becomes faulty after it was purchased in good condition* : If the animal that is purchased for sacrifice (for Qurbani) becomes faulty after purchase, due to which the sacrifice will not be permissible, then what is to be seen is whether the purchaser was rich or poor. If the purchaser was poor then he shall proceed with the sacrifice with that faulty animal. And if the purchaser was rich then he would have to buy another animal and offer the sacrifice (for Qurbani). The sacrifice (for Qurbani) would not be proper with the first animal. (Fatwa e Shamee, Vol: 5, Page 284)
Al-Hajj Maulana Muhammad Waliullah Quaderi
Translated into English by : Syed Mujtaba Quader
*যেসব পশু দিয়ে কুরবানী দেয়া যাবে* :- গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, উট ইত্যাদি পশু কুরবানী দেয়া যাবে। তবে লক্ষ্য রাখতে হবে এই যে, গরু, মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে। উট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে। অবশ্য ছয় মাসের দুম্বা বা ভেড়া যদি দেখতে মোটাতাজা হয় এবং এক বছর বয়সের মনে হয় তাহলে তা দিয়ে কুরবানী বৈধ। -(হেদায়া, শামী, আলমগীরী)
যে পশুই কুরবানী দেয়া হোক না কেন তা হতে হবে সুস্থ ও সবল। কুরবানীর পশু চয়নের ক্ষেত্রে মনে রাখতে হবে, এই পশুটি আল্লাহর দরবারে উপহার দেয়া হচ্ছে। তাই উৎকৃষ্ট পশু উপহার দেয়া উচিত। দুনিয়াতে আমরা কোনো উচ্চ পদাধিকারী ব্যক্তির নিকট যদি কোন উপহার পাঠাই, তাহলে সবচেয়ে ভাল এবং উৎকৃষ্ট জিনিসটি পাঠাই। তাহলে মহান আল্লাহর নিকট পাঠানো জিনিস কেন উৎকৃষ্ট হবে না?
*যে পশু কুরবানী দেওয়া উত্তম*:- ভেড়ী অপেক্ষা ভেড়া, দুম্বী অপেক্ষা দুম্বা ও ছাগী অপেক্ষা খাসি কুরবানী করা উত্তম এবং উঁট অপেক্ষা উঁটনী ও গরু অপেক্ষা গাভী কুরবানী করা উত্তম (বাহারে শরিয়াত, দুররে মুখতার ও রদদুল মুহতার)
*পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কুরবানী দেয়া যাবে না* :- (১) যে পশুর দৃষ্টিশক্তি নেই। (২) যে পশুর শ্রবণশক্তি নেই। (৩) এই পরিমাণ লেংড়া যে, জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না। (৪) লেজের এক তৃতীয়াংশের বেশি কাটা। (৫) কানের এক তৃতীয়াংশের বেশি কাটা। (৬) অত্যন্ত দুর্বল, জীর্ণ-শীর্ণ প্রাণী। (৭) গোড়াসহ শিং উপড়ে গেছে। (৮) পশু এমন পাগল যে, ঘাস পানি ঠিকমত খায় না। মাঠেও ঠিকমত চরানো যায় না। (৯) জন্মগতভাবে কান নেই। (১০) দাঁত মোটেই নেই বা অধিকাংশ নেই। (১১) স্তনের প্রথমাংশ কাটা। (১২) রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে গেছে। (১৩) ছাগলের দুটি দুধের যে কোন একটি কাটা। (১৪) গরু বা মহিষের চারটি দুধের যেকোন দুটি কাটা। (১৫) জন্মগতভাবে একটি কান নেই।
*পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কুরবানী দেয়া যাবে* :- (তবে উত্তম হচ্ছে পরিপূর্ণ সুস্থ পশু দেয়া, ত্রুটিযুক্ত প্রাণী না দেয়া) (১) পশু পাগল, তবে ঘাস-পানি ঠিকমত খায়। (২) লেজ বা কানের কিছু অংশ বা এক তৃতীয়াংশের কম কাটা। (৩) জন্মগতভাবে শিং নেই। (৪) শিং আছে, তবে এক তৃতীয়াংশের কম ভাঙা। (৫) কান আছে, তবে ছোট। (৬) পশুর একটি পা ভাঙা, তবে তিন পা দিয়ে সে চলতে পারে। (৭) পশুর গায়ে চর্মরোগ। (৮) কিছু দাঁত নেই, তবে অধিকাংশ আছে। স্বভাবগত এক অন্ডকোষ বিশিষ্ট পশু। (১০) পশু বয়োবৃদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্মদানে অক্ষম।
*কতজন মিলে একটি পশু কুরবানী দিতে পারবে* :- ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি পশু শুধু এক ব্যক্তি কুরবানী দিতে পারবে। গরু, মহিষ, উট সর্বোচ্চ সাত ব্যক্তি মিলে কুরবানী দিতে পারবে।
*একাধিক শরীক থাকলে করণীয়* :- একাধিক শরীক থাকলে লক্ষণীয় বিষয় এই যে, অংশহিসেবে ভাগ যেন যথার্থ হয়। প্রাপ্য অংশের চেয়ে কেউ যেন কম বা বেশি না পায়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, কারো যেন নিয়তে গড়মিল না থাকে। কোন অংশীদারের যদি শুধু মাংস খাওয়া উদ্দেশ্য হয় তাহলে কারো কুরবানী হবে না। এজন্য কুরবানী শুদ্ধ হওয়ার জন্য সবার নিয়ত শুদ্ধ হওয়া জরুরি। কসাই এর মজুরি হিসেবে কুরবানীর গোস্ত দেওয়া নিষিদ্ধ। কসাই এর মজুরি হিসেবে টাকা পয়সা বা অন্য কিছু দেওয়া যেতে পারে।
*ভাল পশু ক্রয়ের পর ত্রুটিযুক্ত হয়ে গেলে* :- কুরবানীর উদ্দেশ্যে ভাল পশু ক্রয়ের পর যদি তা এই পরিমাণ ত্রুটিযুক্ত হয়ে যায়, যা দ্বারা কুরবানী জায়েজ হবে না তাহলে দেখতে হবে ক্রেতা ধনী না দরিদ্র? ক্রেতা যদি দরিদ্র হয় তাহলে সেই ত্রুটিযুক্ত পশু দিয়েই সে কুরবানী দিবে। আর যদি ক্রেতা ধনী হয়, তাহলে দ্বিতীয় আরেকটি পশু কিনে কুরবানী দিতে হবে। প্রথমটি দিয়ে কুরবানী শুদ্ধ হবে না। (ফতোয়ায়ে শামী, ৫ম খন্ড, ২৮৪ পৃষ্ঠা)
*আলহাজ্জ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী*