Holy Imams, Hadees: 4 / ইমাম পাকগণঃ হাদীস ৪

*রসুলে পাক (সঃ) দুই ইমাম পাকের জন্য খুৎবা বন্ধ করে মিম্বার থেকে নীচে নেমে এসে তাঁদেরকে কোলে তুলে নিলেন*

عبدالله بن بريدة قال سمعت أبى بريدة يقول كان رسول الله صلى الله عليه و آله و سلم يخطبنا إذا جاء الحسن والحسين عليهما قميصان احمران يمشيان و يعثران فنزل رسول الله صلى الله عليه و آله و سلم من المنبر فحملهما و وضعهما بين يديه ثم قال صدق الله إنما اموالكم و أولادكم فتنة نظرت إلى هذين الصبيين يمشيان و يعثران فلم أصبر حتى قطعت حديثى و رفعتهما 

অর্থ: হযরত আবু বুরায়দা হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ (সঃ) আমাদের মধ্যে খুৎবা দিচ্ছিলেন, এমন সময় হযরত হাসান ও হযরত হুসায়্ন (আলায়হিমাস সালাম) সেখানে উপস্থিত হয়ে গেলেন। তাঁদের পরনে লাল রঙের জামা ছিল। (শিশু বয়সের কারণে) তাঁরা টলমল করে চলেছিলেন ও পড়তে পড়তে আসছিলেন। তখন রসুলুল্লাহ্ (সঃ) (তাঁদেরকে দেখে) মিম্বার শরীফ থেকে নীচে নেমে এলেন এবং উভয়কে কোলে তুলে নিয়ে নিজের সামনে বসালেন, অতঃপর বললেন, মহান আল্লাহ্-র বাণী সত্য – “তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার বস্তু।” আমি এই দুই বাচ্চাকে দেখলাম যে তাঁরা টলমল করে পড়তে পড়তে আসছেন, তো আমি আর ধৈর্য্য ধারণ করে থাকতে পারলাম না। এমনকী আমি আমার বক্তব্য বন্ধ করে তাঁদেরকে কোলে তুলে নিলাম।

[১। তিরমিযীঃ আল-জামেউস সাহীহ, খণ্ড- ২, পৃষ্ঠা-২১৮
 ২। নাসাঈঃ আস-সুনান, খণ্ড- ৩, পৃষ্ঠা- ১৯২]


*আলহাজ্জ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী*


The Holy Prophet (SWS) stopped his sermon and came down from the pulpit and picked up the two Holy Imams (AS) into his lap.

Meaning: It is narrated by Hazrat Abu Buraeda, that, Rasullullah (SWS) was delivering a sermon among us when Hazrat Hasan and Hazrat Husain (Peace be Upon Them) appeared there. They were wearing clothes of red color. (On account of being of child’s age) They were walking in a wobbling fashion and were falling in places. Then Rasullullah (RA) came down from the pulpit (on seeing them) and took them in his arms and sat them in front of him; then he said, “The word of Exalted Allah is true, ‘Your property and your children are a test for you’. I saw these two children coming in a wobbling fashion and falling in places when I could not keep my patience : so much so that I had to stop my sermon and pick them up into my lap.”

[1. Tirmizi : Al-Jamius Sahih, Vol: 2, Pg: 218
2. Nasai : As-Sunan, Vol: 3, Pg: 192]

Al-hajj Maulana Muhammad Waliullah Quaderi
Translated into English by : Syed Mujtaba Quader