Holy Imams: Hadees: 8 / ইমাম পাকগণঃ হাদীস ৮

Whosoever love Imam Hasan and Imam Husain (Alaihis Salam), Allah loves them.

عن اسمة بن زيد قال طرفت النبى صلى الله عليه و آله و سلم ذات ليلة فى بعض الحاجة فخرج النبى صلى الله عليه و آله و سلم وهو مشتمل على شئ لا أدرى ما هو فلما فرغت من حاجتى قلت ما هذا الذى أنت مشتمل عليه فكشفه فإذا حسن و حسين على وركيه فقال هذان ابناى وابنا ابنتى اللهم إنى أحبهما فاحبهما و احب من يحبهما

Meaning : It is narrated by Hazrat Usama bin Zayed (RA) : he said,
One night, I came for some task into the service of the holy presence of the Generous Prophet (pbuh). The Generous Prophet (pbuh) came out, and he had with him something wrapped up. I did not understand what it was. When I was free from my need, I asked him, what it was that he had kept wrapped up with him. He (pbuh) then removed the cloth and I saw that Hazrat Hasan and Hazrat Husain (AS) were on his knees. He then (pbuh) said, ‘ These two are my sons and my daughter’s sons. Oh Allah ! Indeed, I love these two, and You (Allah) love them too. And those who love these two, You (Allah) also love them. ”

[1. Tirmizi : Al Jamius Sahih, 2 : 218
2. Ibn Hibban : As Sahih, 15 : 423
3. Tabarani : Al-Mujamul Kabir, 3 : 39]

*Al-hajj Maulana Muhammad Waliullah Quaderi*
Translated into English by : Syed Mujtaba Quader

*ইমাম হাসান ইমাম হুসায়্ন (আলায়হিমাস সালাম) কে যারা ভালোবাসে আল্লাহ্ তাদেরকে ভালোবাসেন*

عن اسمة بن زيد قال طرفت النبى صلى الله عليه و آله و سلم ذات ليلة فى بعض الحاجة فخرج النبى صلى الله عليه و آله و سلم وهو مشتمل على شئ لا أدرى ما هو فلما فرغت من حاجتى قلت ما هذا الذى أنت مشتمل عليه فكشفه فإذا حسن و حسين على وركيه فقال هذان ابناى وابنا ابنتى اللهم إنى أحبهما فاحبهما و احب من يحبهما

অর্থ : হযরত উসামা বিন যায়েদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন আমি এক রাতে কোনো কাজের জন্য নবী করীম (সঃ ) এঁর খেদমত পাকে হাজির হলাম। তখন নবী করীম (সঃ) বাইরে তশরীফ আনলেন এবং তাঁর কাছে কিছু জড়ানো অবস্থায় ছিল। আমি বুঝতে পারলাম না সেটা কি জিনিস আছে ! যখন আমি নিজের প্রয়োজন থেকে মুক্ত হলাম, আমি জিজ্ঞাসা করলাম, এটা কি যা আপনি জড়িয়ে রেখেছেন ? তখন তিনি কাপড় সরালেন তো দেখলাম হযরত হাসান ও হযরত হুসায়্ন (আঃ) তাঁর জানু মোবারকের উপর আছেন। অতঃপর তিনি (সঃ) বললেন, “ইনারা দুজনে আমার পুত্র এবং আমার কন্যার পুত্র। হে আল্লাহ্ আমি এই দুজনাকে অবশ্যই ভালোবাসি, সুতরাং তুমিও এঁদেরকে ভালোবাসো। এবং যারা এই দুজনকে ভালোবাসে তুমি তাদেরকেও ভালোবাসো।”

[১। তিরমিযী : আল জামেউস সহীহ, ২:২১৮
২। ইবনে হিব্বান : আস সহীহ, ১৫:৪২৩
৩। তাবারাণী : আল-মু’জামুল কবীর, ৩:৩৯ ]

*আলহাজ্জ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী*