Holy Urs of ‘Maula Pak’/ মওলা পাকের উরস পাক

Today, on 19.06.20, 5th Ashar, Friday, in the evening, that is, the 27th Shawal, the Holy Urs of the 32nd descendant of the Holy Prophet (PBUH) and the 19th , from the Patriarch Grandmaster, the Guide of Guides, the Great Helper, Master Ghause Azam Pak, the sun of the Quaderia firmament, Master ‘Maula Pak’, Sayedena wa Maulana His Holiness Sayed Shah Ali Abdul Quadir Shamsul Quaderi AKA Sayed Shah Murshid Ali Al-Quaderi Al-Hasani Al-Husaini Al-Baghdadi (PBUH) is going to be held at No. 22 Khankah Sharif Masjid Pak and No. 4 Darbar Pak, Medinipore Jora Masjid and Dayera Pak, the Mongolkote Quaderia Khankah Sharif in Bardwan District, and Hazrat Rawshanganj Dargah in Purnia District of Bihar and the Quaderia Khankah Sharif Mosque.

All observances in all the mentioned Khankah Sharifs are being held under the management and guardianship of the 3rd descendant from ‘Maula Pak’ and the Head of Order and his only successor, the Ghaus of the present era, Boro Huzur Pak, Sayedena wa Maulana His Holiness Sayed Shah Rashid Ali Al-Quaderi Al-Hasani Al-Husaini Al-Baghdadi Maddajilluhul Ali.

*Al-Hajj Maulana Muhammad Waliullah Quaderi *
Translated by : Syed Mujtaba Quader*

আজ 19.06.2020, ৫ ই আষাঢ়, শুক্রবার, দিবাগত রাত্রি অর্থাৎ২৭ শে শাওয়াল ২২ নং খানকাহ শরীফ মসজিদ পাক ও ৪ নম্বর দরবার পাক, মেদিনীপুর জোড়া মসজিদ ও দায়রা পাক, বর্ধমান জেলার মঙ্গলকোট কাদেরিয়া খানকাহ শরীফ মসজিদ পাক এবং বিহারের পূর্ণিয়া জেলার হযরত রওশানগঞ্জ দরগাহ ও কাদেরিয়া খানকাহ শরীফ মসজিদ পাকে রসুলে পাক (সঃ) এঁর ৩২ তম এবং সুফি সাধনার আদি গুরু পীরানে পীর দাস্তেগীর হুযুর গওসে আযাম পাকের ১৯ তম বংশধর ক্বাদেরীয়া গগণের সূর্য হুযুর মওলা পাক সাইয়েদেনা ওয়া মওলানা হযরত সাইয়েদ শাহ আলী আব্দুল ক্বাদের শামসুল ক্বাদেরী মা’রূফ বে সাইয়েদ শাহ মুর্শিদ আলী আল ক্বাদেরী আল হাসানী আল হুসায়নী আল বাগদাদী (আঃ) পাকের উরস পাক অনুষ্ঠিত হতে চলেছে।

উল্লেখিত সমস্ত খানকাহ শরীফের সম্পূর্ণ অনুষ্ঠান সমূহ অনুষ্ঠিত হচ্ছে মওলা পাকের ৩য় বংশধর এবং তাঁর একমাত্র গদ্দীনশীন ও স্থলাভিষিক্ত, বর্তমান যামানার গওস বড় হু্যুর পাক সাইয়েদেনা ওয়া মওলানা হযরত সাইয়েদ শাহ রশীদ আলী আল ক্বাদেরী আল হাসানী আল হুসায়নী আল বাগদাদী মাদ্দাজিল্লুহুল আলীর পরিচালনায় ও নেতৃত্বে।

আলহাজ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী