Shab e Barat Prayer/ শবে বরাতের নামায
Prayer of Shab e Barat (Night of Fortune)
Neeyat (Declaration of Intention) : Nawaytu an ussalliya lillahi ta’ala raka’atay salatil laylatil barat mutuajjihan ila jihatil ka’batish sharifate Allahhu Akbar
The prayer on the night of the 15th Shaban, 100 rakats.
Each rakat consists of :
Sura Fatiha – 1 time
Sura Ekhlas – 11 times / 10 times.
Salam, after every two rakats.
At the end, after turning for Salam, say Darud 100 times,
then do Munajat (Supplication).
PS: Hazrat Hasan Basri (RA) citing 30 Companions of the
Prophet (SWS), narrated that, on the person who performs
prayers on this night, Almighty Allah turns his gaze on him 70
times. With each gaze, he fulfills 70 needs of the performer.
Among these needs, the most lowest is forgiveness.
(Guniatut Talebeen)
Al-hajj Maulana Muhammad Waliullah Quaderi
Translated into English by : Syed Mujtaba Quader
শবেবরাতের নামায
নিয়াত :- নাওয়ায়তু আন উসাললিয়া লিল্লাহি তাআলা রাকাআতায়
সলাতিল লায়লাতিল বারাত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ্
শরীফাতি আল্লাহু আকবার।
এই নামায শাবানের ১৫ তারিখের রাতে একশত রাকাআত। প্রত্যেক
রাকাআতে,
সুরা ফাতেহা – ১বার
সুরা এখলাস – ১১বার / ১০ বার।
প্রত্যেক দুই রাকাআত অন্তর সালাম।
সালাম ফেরানোর পর সব শেষে একশত বার দরূদ শরীফ পড়ে মোনাজাত।
বিঃদ্রঃ- হযরত হাসান বাসরী (রাঃ) রসুলে পাক (সঃ) এঁর ত্রিশ জন সাহাবী
হতে বর্ণনা করেন, যে ব্যক্তি এ রাতে নামায পড়ে আল্লাহ্ পাক ৭০ বার
তার প্রতি দৃষ্টিপাত করেন। প্রত্যেক দৃষ্টিতে নামাযীর ৭০ টি প্রয়োজন পূর্ণ
করেন। এ প্রয়োজন সমূহের মধ্যে সবচেয়ে নিম্নতর হল ক্ষমাপ্রাপ্তি।
(গুনিয়াতুত তালেবীন)
আলহাজ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী