Special Prayers & Fasts of Rajab / রজব মাসের বিশেষ নামায ও রোযা
*The prayer for 1st Rajab*
This prayer is of 10 ‘rakats’, with 5 ‘salams’, that is ‘salam’ after every 2 ‘rakats’. In every ‘rakat’ :
Sura Fateha – 1 time
Sura Kaferun – 3 times
Sura Ekhlas – 3 times
Master Ghaus Pak has said, “There is much benefit in fasting on the first day of Rajab and to worship on the first night.
Master Ghaus Pak has narrated quoting Abu Huraira, that His Holiness (pbuh) has said, “The fast on the first day of Rajab is such, as if the person has fasted for the whole month”.
The blessings of a full month of fasting can be obtained from fasting on the first day of Rajab and the sins of 60 years are forgiven.
(Guniatut Talebeen)
* * * * *
*The Prayer of ‘Laylatul Raghaeb*
This prayer is offered in the first night of Friday (the night at the end of Thursday) in the month of Rajab between the Maghrib and Esha prayers. This prayer is of 12 ‘rakats’, with 6 ‘salams’, that is ‘salam’ is turned after every 2 ‘rakats’. In every ‘rakat’ :
Sura Fateha – 1 time
Sura Qadr – 3 times
Sura Ekhlas – 12 times
At the end, after turning ‘salam’, Holy ‘Darud’ – 70 times
After that, go into prostration and recite –
After that, while sitting up from prostration, must recite –
Those who will offer prayers on this night and fast on Friday, no matter how big a sinner he may be, even if it is like the froth of the sea, equal to the number of sand grains in the desert, equal to the weight of the mountain, equal to the rain in the skies, or sins equal to the number of trees on the earth, Allah will forgive him.
(Guniatut Talebeen)
* * * * *
*The Prayer of Holy ‘Miraj’*
This prayer is of 12 ‘rakats’ with one ‘salam’ ; after every 2 ‘rakats’, after reciting ‘attahiyato’ and Holy ‘Darud’ in sitting position, must stand up without turning ‘salam’. In one ‘rakat’, Sura Kaferun after Sura Fateha and in the next ‘rakat’, Sura Ekhlas or some other Sura in the Quran after Sura Fateha. After 12 ‘rakats, ‘Salam’ at the end. After ‘salam’, must recite –
Master Ghaus Pak has narrated quoting Abu Huraira, that the Holy Prophet (pbuh) has said, “The person who fasts on the 27th of Rajab, he gets the blessings of 60 month of fasting.
(Guniatut Talebeen)
* * * * *
*The special fasts of this month*
*The fast of the 1st day of Rajab
*The fast of the 1st Friday of Rajab
*The fast of the 15th day of Rajab
*The fast of the 27th day of Rajab
*Al-Haj Moulana Md Waliullah Quaderi
Translated into English by : Syed Mujtaba Quader
*১লা রজব এর নামায*
এই নামায ১০ রাকাআত পাঁচ সালামে অর্থাৎ দুই রাকাআত অন্তর সালাম। প্রত্যেক রাকাআতে –
সুরা ফাতেহা – ১ বার
সুরা কাফেরুন- ৩ বার
সুরা এখলাস- ৩ বার
হুযুর গওস পাক এরশাদ ফরমিয়েছেন, “রজব মাসের প্রথম দিন রোযা রাখলে এবং প্রথম রাতে এবাদাত করলে প্রচুর সওয়াব আছে” ।
হুযুর গওস পাক, আবু হোরায়রা থেকে রেওয়ায়েত করেন, আঁ হযরত (সঃ) ফরমিয়েছেন, ” রজবের সবচেয়ে প্রথম রোযা এমন যেন সে সারা মাস রোযা রেখেছে ।”
১ লা রজব রোযা রাখলে ১ মাস রোযা রাখার সওয়াব পাওয়া যায় এবং ৬০ বছরের গোনাহ মাফ হয়ে যায়।
(গুনিয়াতুত তালেবীন)
* * * * *
*লায়লাতুর রগায়েবের নামায*
এই নামায রজব মাসের প্রথম শবে জুমআ (বৃহষ্পতিবার দিবাগত রাত্রি)-তে মাগরিব ও এশার মধ্যে পড়তে হয়। এই নামায ১২ রাকাআত ৬ সালামে অর্থাৎ দুই রাকাআত অন্তর সালাম ফিরাতে হবে। প্রত্যেক রাকাআতে, –
সুরা ফাতেহা – ১ বার
সুরা ক্বদর – ৩ বার
সুরা এখলাস – ১২ বার
সব শেষে সালামের পর দরূদ শরীফ – ৭০ বার,
তারপর সিজদায় গিয়ে পড়তে হবে –
তারপর সিজদা থেকে মাথা তুলে বসে পড়তে হবে-
এই রাত্রে যে নামায পড়বে এবং শুক্রবার দিন রোযা রাখবে সে যত বড়ই গোনাহগার হোক এমনকি যদি তার সমুদ্রের ফেনার মত, মরুভূমির বালুকণার সমপরিমাণ, পাহাড়ের ওজন সমতুল্য, আসমানের বৃষ্টির সমপরিমাণ এবং দুনিয়ার সমস্ত গাছের সমপরিমাণ গোনাহ থাকে তো আল্লাহ্ পাক মাফ করে দেন।
( গুনিয়াতুত তালেবীন )
* * * * *
*মি’রাজ শরীফের নামায*
এই নামায ১২ রাকাআত এক সালামে; প্রত্যেক দুই রাকাআত অন্তর বৈঠকে আত্তাহিয়াতো ও দরূদ শরীফ পড়ে সালাম না ফিরিয়ে উঠে যেতে হবে। এক রাকাআতে সুরা ফাতেহার পর সুরা কাফেরুন ও পরের রাকাআতে সুরা ফাতেহার পর সুরা এখলাস অথবা সুরা ফাতেহার পর কোরআন পাকের যেকোনো একটি সুরা পড়তে হবে। ১২ রাকাআত পর সবশেষে সালাম। সালামের পর পড়তে হবে –
হুযুর গওস পাক (আঃ) আবু হোরায়রা থেকে রেওয়ায়েত করেন রসুলে পাক (সঃ) বলেন, “যে ব্যক্তি রজবের ২৭ তারিখ রোযা রাখে সে ৬০ মাস রোযা রাখার সওয়াব পায় ।”
(গুনিয়াতুত তালেবীন)
* * * * *
*এই মাসের বিশেষ বিশেষ রোযা*
- রজবের প্রথম তারিখের রোযা
- রজবের প্রথম শুক্রবারের রোযা
- রজবের ১৫ তারিখের রোযা
- রজবের ২৭ তারিখের রোযা
*আলহাজ মওলানা মোহাঃ ওয়ালীউল্লাহ্ কাদেরী*