The Holy Urs of ‘Sani Maula Pak’ and ‘Qutbe Rabbani Pak’ / ‘সানী মওলা পাক’ ও ‘কুতুবে রব্বানী পাকের’ উরস পাক
On the coming 13th July, Monday, in the evening, that is, on, 22nd Zilqad, the Holy Urs of ‘Sani Maula Pak’, Sayedena wa Imamena wa Maulana wa Sheikhena, Hazrat Sayed Shah Mustarshid Ali Al-Quaderi Al-Hasani Al-Husaini Al-Baghdadi, (Blessings of Allah be upon him), shall be held at 22 Khankah Sharif Masjid Pak and No. 4, Darbar Pak. On the same date, the Holy Urs of ‘Qutbe Rabbani’ Pak, Sayedena wa Maulana Hazrat Sayed Shah Tofail Ali Al-Quaderi Al-Hasani Al-Husaini Al-Baghdadi (Peace be upon him) shall be held in the Quaderia Khankah Sharif Masjid Pak in Karikar Para in Mangalkote of Burdwan District.
Besides this, the Holy Urs of these two Exalted and Glorious holy luminaries shall be held at the Midnapore ‘Jora Masjid’ and ‘Dayera Pak’ and in ‘Hazrat Rawshanganj Dargah’ of Purnia District of Bihar and in the ‘Quaderia Khankah Sharif Masjid Pak’ there.
‘Sani Maula Pak’ is also known among his disciples and devotees as ‘Parda Huzur Pak’. He is the 34th descendant of the Holy Prophet (Peace be upon him) and the 21st from Shahanshah e Baghdad, Huzur Ghause Azam Pak (AS). And ‘Qutbe Rabbani Pak’ is the 30th descendant of the Holy Prophet (pbuh) and the 17th from Huzur Ghause Pak.
All mentioned observances in all the places of the holding of the Holy Urs of ‘Parda Huzur Pak’ and ‘Qutbe Rabbani Pak’ shall be held under the management and guardianship of their only successor, the Head of the Order, the Ghaus of the present era, ‘Boro Huzur Pak’, Sayedena wa Imamena wa Maulana wa Sheikhena, His Holiness Sayed Shah ‘Rashid Ali Al-Quaderi’ Al-Hasani Al-Husaini Al-Baghdadi Maddajilluhul Ali.
Al-Hajj Maulana Muhammad Waliullah Quaderi
Translated into English by : Syed Mujtaba Quader
আগামী ১৩ই জুলাই, সোমবার দিবাগত রাত্রি অর্থাৎ ২২ শে যিলক্বাদ ২২ নং খানকাহ্ শরীফ মসজিদ পাক ও ৪ নং দরবার পাকে ‘সানী মওলা পাক’ সাইয়েদেনা ওয়া ঈমামেনা ওয়া মওলানা ওয়া শায়খেনা হযরত সৈয়দ শাহ্ মুস্তারশিদ আলী আল ক্বাদেরী আল হাসানী আল হুসায়্নী আল বাগদাদী সালাওয়াতুল্লাহে আলায়হে এঁর উরসে পাক অনুষ্ঠিত হতে চলেছে। একই তারিখে বর্ধমান জেলার মঙ্গলকোট কারিকর পাড়ায় অবস্থিত কাদেরিয়া খানকাহ শরীফ মসজিদ পাকে কুতুবে রব্বানী পাক সাইয়েদেনা ওয়া মওলানা হযরত সাইয়েদ শাহ তোফায়েল আলী আল্ কাদেরী আল্ হাসানী আল্ হুসায়নী আল্ বাগদাদী আলায়হিস সালাম পাকের উরস পাক অনুষ্ঠিত হবে।
এছাড়া এই মহামহিম দুই হযরত পাকের উরস পাক মেদিনীপুর ‘জোড়া মসজিদ’ ও ‘দায়রা পাক’ এবং বিহারের পূর্ণিয়া জেলার ‘হযরত রওশানগঞ্জ দরগাহ’ ও ‘কাদেরিয়া খানকাহ শরীফ মসজিদ পাকে’ অনুষ্ঠিত হবে।
‘সানী মওলা পাক’ তাঁর মুরীদান ও ভক্তদের নিকট পর্দা হুযুর পাক নামেও পরিচিত। তিনি রসুলে পাক (সাল্লাল্লাহো আলায়হে ওয়া আলেহী ওয়াসাল্লাম) এঁর ৩৪তম এবং শাহেনশাহে বাগদাদ হুযুর গওসে আযম পাক (আঃ) এঁর ২১তম বংশধর। আর কুতুবে রব্বানী পাক রসুলে পাক (সঃ) এঁর ৩০ তম এবং হুযুর গওস পাকের ১৭তম বংশধর।
‘পর্দা হুযুর পাক’ ও ‘কুতুবে রব্বানী’ পাকের উরস পাকের উল্লেখিত সমস্ত স্থানের অনুষ্ঠান সমূহ তাঁদেরই একমাত্র স্থলাভিষিক্ত ও গদ্দীনশিন বর্তমান যামানার গওস ও কুতুব “বড় হুযুর পাক” সাইয়েদেনা ওয়া ঈমামেনা ওয়া মওলানা ওয়া শায়খেনা হযরত সৈয়দ শাহ্ রশীদ আলী আল ক্বাদেরী আল হাসানী আল হুসায়নী আল বাগদাদী মাদ্দাজিল্লুহুল আলীর পরিচালনায় ও ত্বত্তাবধানে অনুষ্ঠিত হবে ।
*আলহাজ্জ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী*