The Method of Reciting ‘Tahlil Pak’ / ‘তাহলীল পাক’ পড়ার নিয়ম

1. Darud Sharif – 11 times
2. Isme Azam Pak – 11 times
3. Sura Kaferun – 3 times
4. Sura Ikhlas – 3 times
5. Sura Falaq – 3 times
6. Sura Naas – 3 times
7. Sura Fateha – 1 time
8. Isme Azam Pak – 11 times
9. Darud Sharif – 11 times

After reciting the above holy recitals, have to start reciting the ‘Tahlil Pak’ with each bead, which is :

La ilaha illallah
La ilaha illallah
La ilaha illallah
Muhammadur Rasullulah
Ya Sheikh Abdul Quadir Shaianli
llah

After completing the holy recital with the beads, or if one has to leave the recital for a special purpose, the above from number 1 to 9 must be read and then he may get up.

NB : One person, or a group of persons together, taking 1,100 ‘Kabuli Chola Boot’ (as beads), or its multiples (eg. 2,200, 3,300 etc) shall recite the ‘Tahlil Pak’. Each member of the group shall complete as many as possible, and all together shall complete the number, eg. 1,100, 2,200 etc. And no kind of side-talk can be done during the recital. If one speaks during the recital then the ‘Tahlil Pak’ must be recited after reciting from No. 1 to 9 again.

Al-haj Maulana Muhammad Waliullah Quaderi
Translated into English by : Syed Mujtaba Quader

১। দরূদ শরীফ – ১১ বার
২। ইসম়ে আ’যামপাক – ১১ বার
৩। সুরা কাফিরূন – ৩ বার
৪। সুরা ইখলাস – ৩ বার
৫। সুরা ফালাক – ৩ বার
৬। সুরা নাস – ৩ বার
৭। সুরা ফাতিহা – ১ বার
৮। ইসম়ে আ’যামপাক – ১১ বার
৯। দরূদ শরীফ – ১১ বার

উপরোক্ত পড়া পাক শেষ করে এক একটা দানার সাথে তাহলীল পাক পড়া শুরু করতে হবে আর তা হলো

লা ইলাহা ইল্লাল্লাহ্
লা ইলাহা ইল্লাল্লাহ্
লা ইলাহা ইল্লাল্লাহ্
মুহাম্মাদুর রাসূলুল্লাহ্
ইয়া শায়খ আব্দুল কাদির শায়আন্ লিল্লাহ্

দানা পাক পড়া শেষ হলে কিংবা বিশেষ প্রয়োজনে উঠতে হলে পুনরায় উপরের ১ থেকে ৯ নম্বর পর্যন্ত পড়ে উঠে যেতে হবে।

*বিঃদ্রঃ* এক বেক্তি, বা একটি দলে অনেকে একসঙ্গে, ১,১০০ টি ‘কাবুলি বুট’ (দানা হিসাবে), বা তার গুণক (যেমন, ২,২০০, ৩,৩০০ ইত্যাদি) নিয়ে ‘তাহলীল পাক’ পড়বেন । দলের প্রত্যেকে যতগুলি সম্ভব পড়বেন এবং সবাই মিলে সংখ্যাটা পূরণ করবেন, যেমন, ১,১০০, ২,২০০ ইত্যাদি । আর পড়া পাক চলাকালিন কোনো প্রকার কথা বার্তা বলা যাবে না। পড়ার মাঝে কথা বললে পুনরায় ১ থেকে ৯ পর্যন্ত পড়ে তাহলীল পাক পড়া শুরু করতে হবে।

আলহাজ্জ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী