Weladat Shareef Mubarak / Boro Imam Pak

*On the occasion of the birth of Imam Hasan (AS), Allah Most Holy sent a gift from Heaven through Jibrael (AS)*


In the third year after Hijrat, on the 15th day of Ramazan, the Leader of the Apostles (pbuh) was sitting in the Masjid e Nabawi when His Holiness Jibrael (AS) arrived and offered his greetings and presented a piece of heavenly silk cloth to the holy service of the Holy Prophet (AS) on which was written a holy name  which was :

الحسن بن علي بن ابي طالب سبط رسول الله صلى الله عليه وآله وسلم ولد في نصف شهر رمضان سنة ثلاث من الحجرة

Meaning : “The grandson of the Holy Prophet (pbuh), the son of Ali ibn Abi Talib (AS), ‘Hasan’ (AS) is born on the 15th day of Ramazan on Third Hijri.

[ 1. Al Isaba fi Ma’rifatis Sahaba, Vol: 1, Pg: 328
2. Al Batul, Pg: 97 ]

The Holy Birth of the Elder Holy Imam being on 15th Ramazan has been mentioned in other narrations, as :

ولدة فاطمة بنت رسول الله صلى الله عليه وآله وسلم نصف شهر رمضان سنة ثلاث من الحجرة

Meaning : “ The daughter of the Holy Prophet (pbuh) Her Holiness Fatima (AS) has given birth [to Hasan (AS)] on the 15th day of Ramazan on Third Hijri.”

[ 1. Tarikhul Kholafa, Pg: 144
2. Al Istiaab, Vol: 1, Pg: 268
3. Usudul Gaba, Vol: 2, Pg: 10
4. Tabakate Ibn Sa’ad, Vol: 2, Pg: 95
5. Shawahedun Nabuwat, Pg: 74 ]

*Al-Hajj Maulana Muhammad Waliullah Quaderi*
Translated into English by : Syed Mujtaba Quader


*ইমাম হাসান (আঃ) এঁর বেলাদাত পাকে আল্লাহ্ পাক জিব্রাইল (আঃ) এঁর মাধ্যমে জান্নাত থেকে তোহ্ফা প্রেরণ করলেন*


হিজরতের তৃতীয় বৎসর রমযানুল মোবারকের ১৫ ই তারিখ, ইমামুল আম্বিয়া (সঃ) মসজিদ এ নববীর চত্বরে বসে আছেন, এমন সময় হযরত জিব্রাইল (আঃ) উপস্থিত হয়ে সালাম আরয করলেন এবং জান্নাতের রেশমী কাপড়ের একটি টুকরো রসুলে খোদা (সঃ) এঁর খেদমত আকদাসে পেশ করলেন, যার উপরে একটি নাম পাক লিখা ছিল, তা হল –

الحسن بن علي بن ابي طالب سبط رسول الله صلى الله عليه وآله وسلم ولد في نصف شهر رمضان سنة ثلاث من الحجرة

অর্থ :- “রসুলুল্লাহ্ (সঃ) এঁর নাতি, আলী ইবনে আবী তালিব (আঃ) এঁর শাহযাদা  ‘হাসান’ (আঃ) জন্মগ্রহণ করেছেন রমযান মাসের ১৫ ই তারিখ তৃতীয় হিজরী সালে।”

[১। আল্ ইসাবা ফী মা’রিফাতিস সাহাবা, খণ্ড -১, পৃষ্ঠা -৩২৮ 
২। আল্ বাতুল, পৃষ্ঠা – ৯৭]

বড় ইমাম পাকের বেলাদাত পাক ১৫ই রমযান হওয়ার উপর আরও অন্যান্য রেওয়ায়েতে এসেছে যে –

ولدة فاطمة بنت رسول الله صلى الله عليه وآله وسلم نصف شهر رمضان سنة ثلاث من الحجرة

অর্থ :- “রসুলুল্লাহ্ (সঃ) এঁর শাহযাদী হযরত ফাতেমা (আঃ) [হাসান (আঃ) কে] জন্ম দিয়েছেন তৃতীয় হিজরী সালের রমযান মাসের ১৫ তারিখ।”

[১। তারীখুল খোলাফা, পৃষ্ঠা -১৪৪
২। আল্ ইস্তিয়াব, খণ্ড -১, পৃষ্ঠা -২৬৮
৩। উসুদুল গাবা, খণ্ড -২, পৃষ্ঠা -১০
৪। তাবাকাতে ইবনে সা’দ, খণ্ড -২, পৃষ্ঠা -৯৫
৫। শোওয়াহেদুন নবুওয়াত, পৃষ্ঠা -৭৪]

*আলহাজ্জ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী*