Interrogation on Judgment Day about Wilayat of Ali (AS) / কেয়ামতের দিন আলী (আঃ) এঁর বেলায়াত সম্বন্ধে জিজ্ঞাসা

*On the Day of Judgment, questions will be asked about the ‘Wilayet’ (Spiritual Authority) of Ali (AS)*

On the Day of Judgment, all will be interrogated about the ‘Wilayet’ (Spiritual Authority) of the Maula e Kayenat (Master of Creation). In this regard, Allah, Most High has revealed in the 23rd Section, Sura Assaffat (37), Ayat no. 24 :

وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْئُولُونَ

Meaning, “Stop them, indeed they shall be interrogated.”

In the explanation of this Ayat, Ibne Hafar Makki in his books ‘Assowaekul  Muhrika’ and ‘Jawwaherul Akhbar’, and other learned scholars of the Sunnat (traditions of the Prophet) in their  own books have narrated that Hazrat Ibne Abbas (RA) and Hazrat Abu Sayeed Khudri (RA) have narrated that the Holy Prohet (pbuh) has said :

 إنهم مسئولون عن ولاية على بن ابى طالب 

Meaning : “On the Day of Judgment, the people shall be  interrogated about the ‘Wilayat’ (Spiritual Authority) of Hazrat Ali (AS).”

[ 1. Mawaddatul Qurba fi Fazaele Aale Aba, Mawaddat – 9, Hadis no – 18
2. Ibne Hajar Makki : Assowaekul Muhrika, Pg. – 503

✍️ Al-Hajj Maulana Muhammad Waliullah Quaderi
Translated into English by : Syed Mujtaba Quader

*কেয়ামতের দিন আলী (আঃ) এঁর বেলায়াত সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে*

    কেয়ামতের দিন সকলকে মওলা -এ -কায়েনাত পাকের বেলায়াতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে ২৩ পারা, সুরা আসসাফফাত (৩৭) এর ২৪ নং আয়াতে আল্লাহ্ পাক ইরশাদ ফরমিয়েছেন –

وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْئُولُونَ

অর্থাৎ, “তাদের কে থামাও, নিশ্চয় তারা জিজ্ঞাসিত হবে।”

এই আয়াতের তফসীরে, “ইবনে হজর মক্কী” তার “আসসোয়ায়েকুল মুহরিকা”  ও “জওয়াহেরুল আখবার” কেতাবে, এবং আরও অন্যান্য ওলামায়ে আহলে সুন্নাত নিজের নিজের কেতাবে বর্ণনা করেছেন যে, হযরত ইবনে আব্বাস (রাঃ) এবং হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হযরত রসুলে খোদা (সঃ) থেকে রেওয়ায়েত করেন যে, তিনি বলেছেন –

 إنهم مسئولون عن ولاية على بن ابى طالب 

      অর্থ : “কেয়ামতের দিন লোকেদের হতে আলী ইবনে আবী তালিব (আঃ) এঁর বেলায়াতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। “

 [ ১. মাওয়াদ্দাতুল কুরবা ফী ফাযায়েলে আলে আবা, মাওয়াদ্দাত-৯, হাদীস নং-১৮
২. ইবনে হজর মক্কী : আসসোওয়ায়েকুল মুহরিকা – পৃ – ৫০৩ ]

✍️ আলহাজ্জ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ ক্বাদেরী