Chehlum Shareef of Boro Huzur Pak (a.s)

Today, on 16th Safar 1443 Hijri, 23rd September 2021 AD, 6th Ashwin 1428 Bangla, the Holy Chehlam Sharif of our Lord and Master ‘Boro Huzur Pak’ His Holiness Syed Shah Rashid Ali Al-Quaderi Al-Hasani Al-Husaini Al-Baghdadi (AS) is being observed at the Jora Masjid in Midnapore and the adjoining Burial Shrine complex. In close proximity to the Holy Burial Shrine of Lord and Master, Boro Huzur Pak, are the Holy Burial Shrines of Ala Huzur Pak, Mawla Pak, Peer o Murshid Pak, and Porda Huzur Pak and His Holiness Sabi ul Hasan (AS).
“Rawza mere Murshid ka Kaba nazar ata hae. / Ye arshe mualla ka naksha nazar ata hae.”
A Milad Congregation is being held after Maghrib. From far and wide, devotees, disciples, and aficionados have arrived here in reserved buses and cars with yearnings and prayers of their hearts.
“Sari dunya dauri ati hae ziarat ke liye. / Marjae Shah o gada hae aastane Rashid Ali.”

The Method of Making Offering to Holy Person / নাম পাকে নযর পাক করার নিয়ম

In order to make offering in the name of a Holy Name, after reciting the Holy Quran, ‘Tahlil Pak’ or anything else, first have to recite :

  1. Darud e Ghausia – 11 times
  2. Isme Azam Pak – 11 times
  3. Sura Kaferun – 3 times
  4. Sura Ikhlas – 3 times
  5. Sura Falaq – 3 times
  6. Sura Naas – 3 times
  7. Sura Fateha – 1 time
  8. Isme Azam Pak – 11 times
  9. Darud e Ghausia – 11 times

After this, read

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ . وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ . وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

And saying, ‘Al Fateha’, supplicate the following :

*Supplication* :- After reciting the above ‘duas’, lifting the two hands in supplication, say, “Oh Allah Pak, ‘Parvardigar’ (the Continuous Sustainer), whatever your sinning servant has recited in his impure tongue, (taking the names of the Pak Panjatan Athar, and Huzur Ghause Pak, have to say …) in their ‘wasila’ (out of Your favour for them) please give him the rightful rewards for this, forgiving his faults.”     

After this, whatever is specially intended to be offered, example, completion of recital of Quran or ‘Tahlil Pak’ or something else, specifically mentioning that, must say, “Oh Allah Pak, this sinning servant/servants of yours has/have specially recited in their sinning tongues so many complete recitals of the Holy Quran or so many thousands of ‘Tahlil Pak’ ; forgiving their faults through the ‘wasila’ of those same persons, please give him/them the rightful rewards for it.

 Thereafter, have to say, “Oh Allah, the rewards that you have made to acquire by this sinning servant of yours and specially the so many complete recitals of the Holy Quran or so many thousands of ‘Tahlil Paks’, all those rewards, this sinning servant of yours (stating the names, starting from Pak Panjatan Athar, Huzur Ghause Azam Pak and Sayedena Abdul Razzak (AS) through to Sayedena Abdullah Al-Jilani, Ghause Sani Pak, and Qutube Bari Pak, and from there up to Boro Huzur Pak) offers and make gifts to the souls of each  members of this holy family.”

Thereafter, mentioning specially the Holy Name of the holy person in whose holy name the holy recital has been made, have to say – for example, if the holy recital was made in the holy name of Boro Huzur Pak, then have to say, “and through the ‘wasila’ of them all, he has specially offered and made gifts to the holy soul of Hazrat Sayed Shah Rashid Ali Al-Quaderi Al-Hasani Al-Husaini Al-Baghdadi. Oh Parvardigar, please accept and approve this offering through the ‘wasila’ of the entire holy family.”

وَ صَلَّى اللهُ تَعَلٰى عَلٰى خَيْرِ خَلْقِهٖ مُحَمَّدٍ وَّ عَلٰى اَهْلِ بَيْتِهٖ وَآلِهٖ الطَّيِّبِِيْنَ وَ الطَّاهِرِيْنَ  وَالْمَعْصُوْمِيْنَ الْاَجْمَعِيْنَ خُصُوْصًا عَلٰى سَيِّدِنَا الْغَوْثِ الْاَعْظَم اَمِيْنُ الْمَكِيْن بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ • بَحَقِّ لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ يَا شَيْخُ عَبْدُ الْقَادِر شَيْـًٔا لِلهِ●

Al-haj Maulana Muhammad Waliullah Quaderi
Translated into English by: Syed Mujtaba Quader

কুরআন পাক, তাহলীল পাক বা অন্যকিছু পড়ে নাম পাকে নযর পাক করার জন্য প্রথমে পড়তে হবে :-

  1. দরূদ এ গওসিয়া – ১১ বার
  2. ইসমে আ’যাম পাক – ১১ বার
  3. সুরা কাফিরূন – ৩ বার
  4. সুরা ইখলাস – ৩ বার
  5. সুরা ফালাক – ৩ বার
  6. সুরা নাস – ৩ বার
  7. সুরা ফাতিহা – ১ বার
  8. ইসমে আ’যাম পাক – ১১ বার
  9. দরূদ এ গওসিয়া – ১১ বার।

 তারপর 

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ . وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ . وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

 পড়ে ‘আল্ ফাতেহা’ বলে মোনাজাত করতে হবে।

*মোনাজাত* :- উপরোক্ত দুআ সমূহ পাঠ করার পর দুই হাত তুলে মোনাজাতে বলতে হবে, “হে আল্লাহ্ পাক পরওয়ার দেগার তোমার এই গোনাহ্গার বান্দা তার নাপাক যোবানে যা কিছু তেলাওয়াত করলো, (পাক পাঞ্জাতনে আতাহার ও হুযুর গওসে পাকের নাম পাক নিয়ে বলতে হবে) ইনাদের ওয়াসীলায় তার ভুল ত্রুটি ক্ষমা করে তার সহীহ সাওয়াব দান করো। 

এরপর বিশেষ করে যা নযর পাক করতে চাইছেন অর্থাৎ কুরআন খতম বা তাহলীল পাক বা অন্য যা কিছু তার কথা নির্দিষ্ট করে উল্লেখ করে বলতে হবে যে, ‘হে আল্লাহ তোমার এই গোনাহগার বান্দা/বান্দাগণ তার/তাদের নাপাক যোবানে খাস করে এত খতম কুরআন শরীফ বা এত হাজার তাহলীল পাক পাঠ করেছে  তারও ভূল ত্রুটি তাঁদেরই ওয়াসীলায় ক্ষমা করে তার সহীহ সওয়াব দান করো।

তারপর বলতে হবে, ‘হে আল্লাহ্ তোমার এই  গোনাহ্গার বান্দার দ্বারা যে সওয়াব হাসিল করালে এবং বিশেষ করে এত খতম কুরআন পাক বা এত হাজার তাহলীল পাকের দ্বারা যে সওয়াব হাসিল করালে সেই সমস্ত সওয়াব তোমার এই গোনাহ্গার বান্দা (পাক পঞ্জাতনে আতাহার থেকে শুরু করে হুযুর গওসে আযাম পাক ও সাইয়েদেনা আব্দুর রাযযাক (আঃ) হয়ে সাইয়েদেনা আব্দুল্লাহ আল জীলানী (আঃ), গওসে সানী পাক ও কুতুবে বারী পাক পর্যন্ত এবং সেখান থেকে বড় হুযুর পাক পর্যন্ত) এই খান্দান পাকের প্রত্যেকের রূহ পাকে হাদীয়া ও নযর পাক করলো।’

এরপর বিশেস করে যে হযরত পাকের নাম পাকে পড়া পাক করেছেন তাঁর নাম পাক উল্লেখ করে বলতে হবে – উদাহরণ স্বরূপ যদি বড় হুযুর পাকের নাম পাকে পড়া পাক করে থাকেন, তাহলে বলতে হবে :-“এবং তাঁদের সকলের ওসিলায় এই সমস্ত সওয়াব খাস করে সাইয়েদেনা হযরত সাইয়েদ শাহ্ রশীদ আলী আলকাদেরী আল হাসানী,আল হুসায়্নী আল বাগদাদী (আঃ) পাকের রূহ পাকে হাদিয়া ও নযর পাক করলো।’ হে পরওয়ার দেগার তুমি এই নযর পাক এই পুরা খান্দান পাকের ওয়াসীলায় কবুল ও মঞ্জুর করে নাও।”

وَ صَلَّى اللهُ تَعَلٰى عَلٰى خَيْرِ خَلْقِهٖ مُحَمَّدٍ وَّ عَلٰى اَهْلِ بَيْتِهٖ وَآلِهٖ الطَّيِّبِِيْنَ وَ الطَّاهِرِيْنَ  وَالْمَعْصُوْمِيْنَ الْاَجْمَعِيْنَ خُصُوْصًا عَلٰى سَيِّدِنَا الْغَوْثِ الْاَعْظَم اَمِيْنُ الْمَكِيْن بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ • بَحَقِّ لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ يَا شَيْخُ عَبْدُ الْقَادِر شَيْـًٔا لِلهِ●

*আলহাজ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী*