Holy Imams: Hadees: 5 / ইমাম পাকগণঃ হাদীস ৫

Quote of Holy Prophet (sws) : My Parents are Sacrificed on the Two Grandsons

عن عبدالله ابن مسعود قال: كان النبي صلى الله عليه و آله و سلم يصلى والحسن والحسين على ظهره، فباعدهما الناس، و قال النبى صلى الله عليه و آله و سلم دعوهما بابى وامى

Meaning: It has been narrated by Hazrat Abdullah Ibn Masoud (RA) that, The Prophet of Allah (sws) was (one day) performing his prayers. In the meantime, Hazrat Hasan and Hazrat Husain (Peace be on Them) climbed onto his back. The people then tried to prevent them, when The Prophet of Allah (sws) said, “Do not obstruct them ; my parents are sacrificed on them.”

[1. Tabarani : Al Mujamul Kabir, Vol: 3, Pg: 47, Hadees no: 2644
2. Ibn Hibban : As-Sahih, Vol: 15, Pg: 426, Hadees no: 6970
3. Ibn Abi Shaiba : Al- Musannaf, Vol: 6, Pg: 378, Hadees no: 32174
4. Haisami : Mawariduj Jamaan, Vol: 1, Pg: 552, Hadees no: 2233
5. Bayhaki : As-Sunanul Kubra, Vol: 2, Pg: 263, Hadees no: 3237]

*Al-Hajj Maulana Muhammad Waliullah Quaderi*
Translated into English by : Syed Mujtaba Quader

নবী পাক (সঃ) এঁর উক্তি : দুই শাহ যাদার উপর আমার পিতা-মাতা কুরবান

অর্থ : হযরত আব্দুল্লাহ ইবনে মাস্উদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রসুলুল্লাহ্ (সঃ) (একদিন) নামায পড়ছিলেন, এমন সময় হযরত হাসান ও হযরত হুসায়্ন (আলায়হিমাস সালাম) তাঁর পিঠের উপর চড়ে বসলেন। লোকেরা তখন তাঁদেরকে বাধা দিতে চাইলে রসুলুল্লাহ (সঃ) বললেন, “তাঁদেরকে বাধা দিওনা। তাঁদের উপর আমার পিতা ও মাতা কুরবান।”

[১। তাবারাণী : আল মু’জামুল কবীর, খণ্ড-৩, পৃষ্ঠা-৪৭, হাদীস নং-২৬৪৪
২। ইবনে হিব্বান : আস-সহীহ, খণ্ড-১৫, পৃষ্ঠা-৪২৬, হাদীস নং-৬৯৭০
৩। ইবনে আবী শায়বা : আল-মুসান্নাফ, খণ্ড-৬, পৃষ্ঠা-৩৭৮, হাদীস নং-৩২১৭৪
৪। হায়সামী : মাওয়ারিদুজ জামআন, খণ্ড-১, পৃষ্ঠা-৫৫২, হাদীস নং-২২৩৩
৫। বায়হাকী : আস সুনানুল কুবরা, খণ্ড-২, পৃষ্ঠা-২৬৩, হাদীস নং-৩২৩৭]

*আলহাজ্জ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী*